Howrah: নবান্ন অভিযানে BJP রাজ্য সভাপতি সুকান্তর আবেদন ‘একটা ব্যারিকেড ভাঙতে দিন’!

এভাবে প্রথমেই আটকে দিলেন কেন, একটা ব্যারিকেড ভাঙতে দিন। প্রথম ব্যারিকেডই মিছিল আটকে দেবেন তা তো হয়না। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করে নবান্ন অভিযান করছি। ততক্ষণে…

এভাবে প্রথমেই আটকে দিলেন কেন, একটা ব্যারিকেড ভাঙতে দিন। প্রথম ব্যারিকেডই মিছিল আটকে দেবেন তা তো হয়না। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করে নবান্ন অভিযান করছি। ততক্ষণে পুলিশ ঘিরে নিয়েছে বিজেপি (BJP) রাজ্য সভাপতি (Sukanta Majumdar) সুকান্ত মজুমদারকে। তিনি মাথা বাঁচাতে একটা হেলমেট পরে নিলেন। তার পরেই পুলিশ আরও তেড়ে জলকামান ছুঁড়ল। নবান্ন অভিযানে নেমে অসহায় সুকান্তবাবু হাল ছাড়লেন। তাঁঁকে পরে আটক করা হয়।

নবান্ন অভিযানে হওড়া ময়দানে বড়সড় কর্মী ও সমর্থকদের জড়ো করেছিল বিজেপি। হাওড়া ময়দান থেকে নবান্ন ঘিরতে নেতৃত্ব দেন সুকান্ত মজুমদার। তাঁর অসহায়তায় সমর্থকরা হকবাক হয়ে যান। পরে সুকান্তবাবু দলীয় কর্মীদের চাঙ্গা করতে অভিযোগ করেন পুলিশ বোমা ছুঁড়েছে। যদিও এই অভিযোগের কোনও সত্যতা মেলেনি। তবে নবান্নের নিরাপত্তা বজায় রাখতে হাওড়া জেলা পুলিশ জলকামান ও কাঁদানে গ্যাস চার্জ করে।

পুলিশের জলকামানের ধাক্কায় পিছিয়ে যান বিজেপি সমর্থকরা। সুকান্তর ব্যারিকেড ভাঙতে দেওয়ার আবেদন সংবাদ মাধ্যমে প্রকাশিত হতেই তীব্র শোরগোল রাজ্য জুড়ে। শাসক তৃ়ণমূল কংগ্রেস, সিপিআইএম ও কংগ্রেসের তরফে বিজেপির নবান্ন অভিযানের কটাক্ষ শুরু হয়।

হাওড়া ময়দান থেকে সুকান্ত মজুমদারের অভিযান বিফলে গেছে বলেই বিজেপির অভ্যন্তরে সমালোচনা শুরু হয়েছে। তাঁর মন্তব্যে আরও বেড়েছে সমালোচনা।