বিজেপিতে যোগদান ১৫ জন পঞ্চায়েত সদস্যদের

ফের শক্তি বাড়ল BJP-র। দমন ও দিউতে কোমর ভাঙল নীতীশ কুমারের জেডিইউর। বিজেপির তরফে করা এক টুইট অনুযায়ী, “দমন ও দিউয়ের জেডিইউ-এর ১৭ টি জেলা…

ফের শক্তি বাড়ল BJP-র। দমন ও দিউতে কোমর ভাঙল নীতীশ কুমারের জেডিইউর। বিজেপির তরফে করা এক টুইট অনুযায়ী, “দমন ও দিউয়ের জেডিইউ-এর ১৭ টি জেলা পঞ্চায়েত সদস্যের মধ্যে ১৫ জন এবং রাজ্য জেডিইউ-এর পুরো ইউনিট বিজেপি-তে যোগ দিয়েছে, যা বিহারের উন্নয়নে গতি এনে দিয়েছে।”

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

উল্লেখ্য, কিছুদিন আগে অরুণাচল প্রদেশে জেডিইউ বিধায়কদের একটি বড় অংশ গেরুয়া দলে যোগ দেন এবং সম্প্রতি মণিপুরের ৭ জন বিধায়কের মধ্যে ৫ জনই বিজেপির সঙ্গে হাত মেলায়।

গত সপ্তাহে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার উপস্থিতিতে জনতা দল (ইউনাইটেড) এর পাঁচ বিধায়ক ক্ষমতাসীন দল বিজেপির সাথে একীভূত হন। মণিপুর বিধানসভা সচিবালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, কে. জয়কিষাণ সিং, নগুরসাংলুর সানাতে, মোঃ আছাব উদ্দিন, থাংজাম অরুণকুমার এবং এলএম খাউতে ক্ষমতাসীন দল বিজেপির সঙ্গে একীভূত হয়েছেন।