BJP: নবান্ন অভিযানে পুলিশ ভ্যানে আগুন, ‘ব্যারিকেড ভাঙতে দিন’ বলা সুকান্ত মজুমদার আটক

বিজেপির (BJP) নবান্ন (Nabanna অভিযান থেকে পরপর আটক দলটির রাজ্য সভাপতি সুকাম্ত (Sukanta Majumdar) মজুমদার। বিরোধী দলনেতা (Suvendu Adhikari) শুভেন্দু অধিকারী ও মহিলা নেত্রী সাংসদ…

বিজেপির (BJP) নবান্ন (Nabanna অভিযান থেকে পরপর আটক দলটির রাজ্য সভাপতি সুকাম্ত (Sukanta Majumdar) মজুমদার। বিরোধী দলনেতা (Suvendu Adhikari) শুভেন্দু অধিকারী ও মহিলা নেত্রী সাংসদ লকেট চট্টোপাধ্যায়। কলকাতায় জখম হয়েছেন বলে দাবি করেছেন মীনাদেবী পুরোহিত। মিছিল করতে গিয়ে বাধা পেয়েছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি (Dilip Ghosh) দিলীপ ঘোষ।

হাওড়া ও কলকাতা মিলে বিজেপির নবান্ন অভিযান ঘিরে সরগরম পরিস্থিতি তৈরি হয়। লালবাজারের একটি পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ, বিজেপির কর্মীরাই আগুন লাগিয়েছে। বিজেপি রাজ্য দফতর মুরলীধর সেন লেনের কাছে এই ঘটনা ঘটেছে। তবে কলকাতা বা হাওড়ায় কোনও মিছিলই নিরাপত্তার প্রাথমিক বেড়াজাল ভাঙতে পারেনি।

   

হাওড়ায় নবান্নের কাছাকাছি থাকলেও বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে যে জমায়েত হয়েছিল সেটি রাজনৈতিক কটাক্ষের শিকার হয়েছে। হাওড়া ময়দান থেকে মিছিল নিয়ে যেতেই পুলিশের বাধার মুখে প্রথমেই হেলমেট পরে নেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। দলীয় সমর্থকদের মাঝে তিনি হেলমেট পরে নেতৃত্ব দেন।

হা়ওড়ায় পুলিশের বাধা ও জলকামানের মুখে ছত্রভঙ্গ পরিস্থিতির মাঝে সুকান্তবাবুকে বলতে শোনা যায়, এভাবে প্রথমেই আটকে দিলেন কেন, একটা ব্যারিকেড ভাঙতে দিন। প্রথম ব্যারিকেডই মিছিল আটকে দেবেন তা তো হয়না। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করে নবান্ন অভিযান করছি।

ব্যারিকেড ভাঙার আবেদন বিফলে যেতেই সুকান্ত মজুমদার অবস্থান বিক্ষোভ শুরু করেন। তিনি বলেন সিপি কে আসতে হবে। নাহলে আমরা এখান থেকে সরব না। আমরা ব্যারিকেডের ওপর ওঠার চেষ্টা করছিলাম। টার্গেট করে আমার ওপরেই জল কামান চালানো হয়। আমার ঘাড়ে চোট লেগেছে।