HomeWest Bengalদুর্ঘটনার কবলে হাওড়া-বর্ধমান লোকাল

দুর্ঘটনার কবলে হাওড়া-বর্ধমান লোকাল

- Advertisement -

বড়সড় রেল দুর্ঘটনা থেকে রক্ষা পেল হাওড়া বর্ধমান লোকাল। জানা গিয়েছে, সোমবার বর্ধমান স্টেশনে ঢোকার মুখে লাইনচ্যুত হয়ে যায় বর্ধমান হাওড়া লোকাল (Bardhaman-Howrah Local Train) ট্রেন।

রেলের তরফ থেকে জানানো হয়েছে, সোমবার সকাল ১০টা ০৫ মিনিটে বর্ধমান হাওড়া লোকাল ট্রেনটি কারশেড থেকে প্ল্যাটফর্মের দিকে অভিমুখ করছিল। এরপর চোখের নিমেষে ট্রেনের একটি কামরা লাইনচ্যুত হয়ে যায়। পাশের লাইনের উপর পড়ে যায় সেই কামরাটি। তবে সৌভাগ্যক্রমে ট্রেনে কোনো যাত্রী না থাকায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

   

এদিকে দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে হাজির হন রেল কর্মী ও আধিকারিকরা। শেষ পাওয়া খবর অনুযায়ী, লাইনচ্যুত হয়ে যাওয়া কামরাটি সরিয়ে নিয়ে যাওয়ার কাজ চলছে।

কী কারণে এই ধরনের ঘটনা ঘটল তা জানা যায়নি। এহেন ঘটনার জেরে ফের একবার প্রশ্নের মুখে নিরাপত্তা ব্যবস্থা।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular