Howrah: অফিস টাইমে লোকাল ট্রেন লাইনচ্যুত টিকিয়াপাড়ায়

অফিসটাইমে লোকাল ট্রেন লাইনচ্যুত। দুর্ঘটনা ঘটেছে হাওড়ার (Howrah) টিকিয়াপাড়ায়। হাজার হাজার যাত্রী কোনওরকমে বাঁচলেন। এদিন সকালে বাগনান লোকাল টিকিয়াপাড়া ছেড়ে লাইনচ্যুত হয়। প্রবল ঝাঁকুনিতে যাত্রীরা…

Howrah Tikiapara Train Accident

অফিসটাইমে লোকাল ট্রেন লাইনচ্যুত। দুর্ঘটনা ঘটেছে হাওড়ার (Howrah) টিকিয়াপাড়ায়। হাজার হাজার যাত্রী কোনওরকমে বাঁচলেন। এদিন সকালে বাগনান লোকাল টিকিয়াপাড়া ছেড়ে লাইনচ্যুত হয়। প্রবল ঝাঁকুনিতে যাত্রীরা আতঙ্কিত হন। হাওড়া যাওয়ার জন্য বাগনান লোকালে ছিল অসম্ভব ভীড়। রোজই এমন ভীড় হয়। যাত্রীরা বিপজ্জনকভাবে দরজার কাছে ঝুলতে ঝুলতে যান। এদিনও একই পরিস্থিতি ছিল। আচমকা টিকিয়াপাড়ার কাছে লোকাল ট্রেন লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পর ট্রেন থেকে হুড়মুড়িয়ে লাইনের উপর ঝাঁপ দেন বহু যাত্রী। তারা
হেঁটে হেঁটে হওড়া স্টেশনের দিকে রওনা হন।

জানা গিয়েছে বাগনান থেকে হাওড়াগামী লোকাল টিকিয়াপাড়া স্টেশনের ১৪ নম্বর প্ল্যাটফর্মে ঢোকার মুখেই লাইনচ্যুত হয়েছে। এই দুর্ঘটনার পর হাওড়া- খড়গপুর শাখায় ট্রেন চলাচল সানয়িক ব্যাহত। রেল সূত্রে খবর, টিকিয়াপাড়া স্টেশনের কাছে লাইন বদলানোর সময় বাগনান লোকাল লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পর রেলের ইঞ্জিনিয়ার ও কর্মীরা ঘটনাস্থলে যান। ট্রেনটিকে লাইনে তোলার কাজ শেষ হলে ফের পরিস্থিতি স্বাভাবিক হবে।