বাংলায় ফের বড় রেল দুর্ঘটনা, বেলাইন একের পর এক কামরা

ফের বাংলায় ট্রেন দুর্ঘটনা (Train Accident) ঘটে গেল। এবার ঘটনাস্থল পাঁশকুড়া। লাইনচ্যুত হয়ে গেল ট্রেন। আজ রবিবাসরীয় দুপুরে লাইনচ্যুত হয়ে গেল মালগাড়ির তিনটি কামরা। একদিকে…

ফের বাংলায় ট্রেন দুর্ঘটনা (Train Accident) ঘটে গেল। এবার ঘটনাস্থল পাঁশকুড়া। লাইনচ্যুত হয়ে গেল ট্রেন। আজ রবিবাসরীয় দুপুরে লাইনচ্যুত হয়ে গেল মালগাড়ির তিনটি কামরা। একদিকে হেলে পড়েছে বেশ কয়েকটি কামড়া বলে খবর। শুধু তাই নয়, রেল ট্র্যাক থেকেও ছিটকে গিয়েছে একের পর এক কামরা। এহেন ঘটনায় নতুন করে বাংলায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। কীভাবে ঘটনাটি ঘটল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনাস্থলে পৌঁছেছেন রেল আধিকারিকরা। মাল খালি করে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। 

(এই সংবাদটি সবেমাত্র এসেছে এবং আপনি এটি kolkata24x7.in এ পড়ছেন। যেমন তথ্য প্রাপ্ত হচ্ছে, আমরা এটি আপডেট করছি। আরও ভাল অভিজ্ঞতার জন্য আপনি এই সংবাদটি রিফ্রেশ করুন, যাতে আপনি অবিলম্বে সমস্ত আপডেটগুলি পেতে পারেন। আমাদের সাথে থাকুন এবং প্রতিটি সঠিক সংবাদ পান প্রথমে কেবল kolkata24x7.in এ।)