যুবতী ‘কমরেড’ চালাচ্ছেন বাইক পিছনে মীনাক্ষী, চমকে গেল হাঁসখালি

বিরাট বাইক মিছিলের মূল আকর্ষণ শূন্য হয়ে যাওয়া সিপিআইএমের যুব সংগঠন ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখার্জি। নদিয়ার হাঁসখালিতে তিনি ঢুকতেই এলাকাবাসী চমকে গেলেন। ইতি উতি আলোচনা…

বিরাট বাইক মিছিলের মূল আকর্ষণ শূন্য হয়ে যাওয়া সিপিআইএমের যুব সংগঠন ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখার্জি। নদিয়ার হাঁসখালিতে তিনি ঢুকতেই এলাকাবাসী চমকে গেলেন। ইতি উতি আলোচনা এই সেই মীনাক্ষী মুখার্জি, যে নন্দীগ্রামে মমতার বিরুদ্ধে লড়াই করেছিল !

সিপিআইএম পার্টি কংগ্রেসের কিছু আগে অসুস্থ ছিলেন দলটির রাজ্যস্তরের নেত্রী মীনাক্ষী মুখার্জি। আর কেরলে পার্টি কংগ্রেসের পর তাঁর হাঁসখালিতে বাইক মিছিল করে ঢোকা নিয়ে রাজনৈতিক উত্তাপ আরও বাড়ল।

আরও লক্ষ্যনীয় মীনাক্ষী যার বাইকে সওয়ারি হন সেই যুবতী রীতিমতো দক্ষ বাইকার। পিছনে যুব সংগঠনের সমর্থকদের বিরাট বাইক মিছিল। সবমিলে চমকের পর চমক।

সিপিআইএম নদিয়া জেলা কমিটির তরফে বলা হয়েছে, হাঁসখালিতে মৃত নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে গেছিলেন মীনাক্ষী মুখার্জি।

সিপিআইএমের যুব সংগঠন ডিওয়াইএফআই জানিয়েছে, “শুক্রবার হাঁসখালিতে নির্যাতিতার বাড়িতে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন রাজ্য নেতৃত্ব। তাঁরা আশ্বাস দেন, যেভাবে তৃণমূলের মদতে নাবালিকাকে ধর্ষণ করে প্রমাণ লোপাট করতে রাতারাতি জ্বালিয়ে দেওয়া হয় নির্যাতিতার দেহ, তারই প্রতিবাদে দোষীদের শাস্তির দাবিতে রাজ্য জুড়ে শাসকের ঘুম কেড়ে নেওয়ার লড়াই চলবে।”

হাঁসখালিতে নির্যাতিকার পারলৌকিক কাজ করানোয় পুরোহিতকে ভয় দেখানো হয় বলে অভিযোগ। নির্যাতিতার পরিবারের অভিযোগ, তৃণমূল কংগ্রেসের তরফে হুমকি আসছে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার স্থানীয় সিপিআইএম নেতা কর্মীদের উদ্যোগে মৃতার পারলৌকিক কাজ করানো হয়।

হাঁসখালিতে পৌঁছে এদিন মীনাক্ষী মুখার্জির অভিযোগের কেন্দ্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে মুখ্যমন্ত্রীর নাম না করে সিপিআইএমের যুবনেত্রী বলেন, মৃতার সম্পর্কে লাভ অ্যাফেয়ার নিয়ে আর যা সব বলা হয়েছে অশ্লীল। যিনি বলছেন তাঁকে পকসো আইনে গ্রেফতার হওয়া উচিত।