শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে বিধাননগরে বিশেষ দায়িত্বে জ্ঞানবন্ত সিং

আজ শনিবার চার পুরসভায় প্রথম পর্বের ভোটপর্ব শুরু। নজরে রয়েছে বিধাননগর। এই পুরসভার ৪১ টি ওয়ার্ডেই অশান্তির আশঙ্কা করা হচ্ছে। তবে ভোটের দিন অশান্তি এড়াতে…

আজ শনিবার চার পুরসভায় প্রথম পর্বের ভোটপর্ব শুরু। নজরে রয়েছে বিধাননগর। এই পুরসভার ৪১ টি ওয়ার্ডেই অশান্তির আশঙ্কা করা হচ্ছে। তবে ভোটের দিন অশান্তি এড়াতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এলাকাজুড়ে।

রাজ্য নির্বাচন কমিশন বিধাননগরে রাজ্য পুলিশ মোতায়েন করেছে। শনিবার প্রায় ৩ হাজার পুলিশ নিরাপত্তার দায়িত্বে থাকবে। বিধাননগরের পুরনির্বাচন শান্তিপূর্ণ করতে এডিজি এসটিএফ সিআইডি জ্ঞানবন্ত সিং বিশেষ দায়িত্বে থাকবেন। গোটা পুরসভার গুরুত্বপূর্ণ রাস্তায় বসেছে নাকা চেকিং। কোনও বহিরাগত যাতে এলাকায় ঢুকে ঝামেলা না করতে পারে সেইদিকটাও দেখছে পুলিশ।

রাজ্য পুলিশের পাশাপাশি এসটিএফ, ইএফআর, কমান্ডো শনিবারের পুরনির্বাচনে নজরদারি রাখবে। শনিবার ভোট। কিন্তু চলতি সপ্তাহের শুরু থেকেই সেখানে বোমাবাজি হয়। ঘটনায় আতঙ্কিত হয়ে বিধাননগরে কেন্দ্রীয় বাহিনীর আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন বিজেপি নেতা। আদালত কেন্দ্রীয় বাহিনীর পক্ষে মত দিলেও চূড়ান্ত সিদ্ধান্ত কমিশনের ওপরেই ছাড়ে। কমিশনের তরফে জানানো হয়, এবারের ভোটে বহু সংখ্যায় রাজ্য পুলিশ মোতায়েন করা হবে। তারাই নির্বাচনের দায়িত্ব সামলাবে। অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে চার পুরনিগমের ভোট কেন্দ্রীয় বাহিনী ছাড়া করার সিদ্ধান্ত ঘোষণা করে নির্বাচন কমিশন।