Purulia: ঠা ঠা গরমে হাড়হিম করা ঘটনা, পুরুলিয়ার পুলিশ লাইনে গুলিবিদ্ধ রক্ষী

ঠা ঠা গরমে হাড়হিম করা ঘটনা। পুলিশ লাইনে চলল গুলি। এক পুলিশকর্মী গুলিবিদ্ধ। রক্তাক্ত এই ঘটনা ঘটেছে পুরুলিয়া (Purulia) জেলার বেলগুমা পুলিশ লাইনে। জানা যাচ্ছে,বেলগুমা…

GUNSHOT Purulia: ঠা ঠা গরমে হাড়হিম করা ঘটনা, পুরুলিয়ার পুলিশ লাইনে গুলিবিদ্ধ রক্ষী

ঠা ঠা গরমে হাড়হিম করা ঘটনা। পুলিশ লাইনে চলল গুলি। এক পুলিশকর্মী গুলিবিদ্ধ। রক্তাক্ত এই ঘটনা ঘটেছে পুরুলিয়া (Purulia) জেলার বেলগুমা পুলিশ লাইনে।

জানা যাচ্ছে,বেলগুমা পুলিশ লাইনে গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছেন এনভিএফ কর্মী। তার নাম সুশীল কিস্কু (৩২) । বাড়ি কুইলাপালে। কেন তিনি আত্মঘাতী হলেন তা জানতে তদন্ত শুরু করেছে জেলা পুলিশ।

   

এদিন বেলগুমা পুলিশ লাইনে গুলি চলার শব্দে অন্যায় পুলিশকর্মীরা হতচকিত হয়ে পড়েন। পরে দেখা যায় রক্তাক্ত অবস্থায় এনভিএফ কর্মী পড়ে আছেন। দ্রুত উর্ধতন কর্তৃপক্ষের কাছে খবর যায়। মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।