Niranjan Mondal: জখম হন লাল-হলুদের নিরঞ্জন, কী বলছে সিটি স্ক্যান রিপোর্ট?

গতকাল আই লিগের দ্বিতীয় ডিভিশনের ম্যাচে ইউনাইটেড স্পোর্টস ক্লাবের বিপক্ষে খেলতে নেমেছিল ইস্টবেঙ্গলের (East Bengal) জুনিয়র দল। ম্যাচের শুরুর দিকে মশাল বাহিনীর ফুটবলাররা এগিয়ে থাকলেও সময়ের সাথে সাথে ম্যাচের রাশ টানতে থাকে ইউনাইটেড স্পোর্টস ক্লাবের ছেলেরা।

East Bengal footballer Niranjan Mondal being carried on a stretcher after sustaining an injury during a match

গতকাল আই লিগের দ্বিতীয় ডিভিশনের ম্যাচে ইউনাইটেড স্পোর্টস ক্লাবের বিপক্ষে খেলতে নেমেছিল ইস্টবেঙ্গলের (East Bengal) জুনিয়র দল। ম্যাচের শুরুর দিকে মশাল বাহিনীর ফুটবলাররা এগিয়ে থাকলেও সময়ের সাথে সাথে ম্যাচের রাশ টানতে থাকে ইউনাইটেড স্পোর্টস ক্লাবের ছেলেরা।

যারফলে, নির্ধারিত সময়ের শেষে ১ গোলে এগিয়ে থেকে জয় নিশ্চিত করে ইউনাইটেড স্পোর্টস ক্লাব। তবে ম্যাচের মধ্যেই ঘটে যায় এক দুর্ঘটনা। বল দখলের লড়াই করতে গিয়ে গুরুতর চোট পান ইস্টবেঙ্গলের ফুটবলার নিরঞ্জন মন্ডল (Niranjan Mondal)।

বর্তমানে কেমন আছেন তিনি? কি বলছে তার সিটি স্ক্যানের রির্পোট? এই নিয়ে আজ নিরঞ্জনর সঙ্গে যোগাযোগ করা হয় একটি জনপ্রিয় মাধ্যমের তরফ থেকে। তার কথা অনুসারে জানা যায়, এখনো পর্যন্ত মাথায় ব্যাথা থাকলেও আগের থেকে অনেকটাই ভালো আছেন এই ফুটবলার। তাছাড়া সিটি স্ক্যানের রিপোর্টে ও সেরকম চিন্তার কিছু মেলেনি। তাই আগামী কয়েকদিন বাড়িতে বিশ্রাম নিয়ে ফের লাল-হলুদ জার্সিতে মাঠে নামার জন্য মুখিয়ে দলের এই দাপুটে ফুটবলার।

গতকাল ম্যাচ চলাকালীন খেলোয়াড়দের সাথে হেড দিতে ওঠার পরিকল্পনা ছিল নিরঞ্জনের। হঠাৎ সেইসময় তার নাকের উপর কনুই ঠেলে দেয় ইউনাইটেড স্পোর্টস ক্লাবের এক ফুটবলার। যারফলে নাক ফেটে রক্ত বেরোতে শুরু করে নিরঞ্জনের। সেইসাথে মাথাতে ও গুরুতর চোট লাগে এই ফুটবলারের। এরপর তড়িঘড়ি করে অ্যাম্বুলেন্স এনে স্থানীয় এক হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানেই সিটি স্ক্যান করার পাশাপাশি ৪টে সেলাই পরে এই ভরসাযোগ্য ফুটবলারের। বর্তমানে একেবারে বিপদ মুক্ত তিনি। তবে বিশ্রাম নিতে হবে বেশ কিছুদিন।