GTA Poll: গরম হচ্ছে পাহাড়ি হাওয়া, জিটিএ ভোটের দিন ঘোষণা

অবশেষে দার্জিলিং পার্বত্যাঞ্চলে হচ্ছে নির্বাচন। মঙ্গলবার দার্জিলিংয়ে সর্বদলীয় বৈঠকের শেষে একথা জানালেন জলপাইগুড়ির ডিভিশনার কমিশনার। আগামী ২৬ জুন হবে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বা জিটিএ (GTA)…

অবশেষে দার্জিলিং পার্বত্যাঞ্চলে হচ্ছে নির্বাচন। মঙ্গলবার দার্জিলিংয়ে সর্বদলীয় বৈঠকের শেষে একথা জানালেন জলপাইগুড়ির ডিভিশনার কমিশনার। আগামী ২৬ জুন হবে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বা জিটিএ (GTA) নির্বাচন। ফলপ্রকাশ ২৯ জুন। ২৭ মে এবিষয়ে সরকারি বিজ্ঞপ্তি জারি করা হবে।

জিটিএ ভোটের দিন সরকারিভাে ঘোষণা হতেই গরম হাওয়া বইবে দার্জিলিং ও কালিম্পং জেলায়, এমনই আশঙ্কা বাড়ছে।

মঙ্গলবার সমস্ত রাজনৈতিক দলগুলিকে নিয়ে বৈঠক করেন দার্জিলিংয়ের জেলাশাসক তথা জিটিএ নির্বাচনের রিটার্নিং অফিসার এস পুণ্যবালাম। বৈঠকে উপস্থিত ছিলেন স্পেশ্যাল অবজার্ভার এ জি বর্ধনও। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২৭ মে নির্বাচনের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারির প্রস্তুতি নিচ্ছে সরকার। নির্বাচনের সমস্ত বিষয়েই এদিন আলোচনা হয়েছে।

স্পেশ্যাল অবজার্ভার এ জি বর্ধন জানিয়েছেন, ২৭ মে সরকারিভাবে জিটিএ নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশ হলেই শুরু হয়ে যাবে মনোনয়ন পর্ব। ২৭ মে থেকে সাতদিন ৪৫ আসনে মনোনয়ন জমা দেওয়ার পর্ব চলবে। এরপর ২৬ জুন হবে নির্বাচন। অতিরিক্ত রিটার্নিং অফিসারের দায়িত্বে থাকবেন দার্জিলিং ও কালিম্পং ও কার্শিয়াংয়ের মহকুমাশাসকরা।

ইতিমধ্যেই জিটএ নির্বাচনের বিরোধিতায় অনশন কর্মসূচি শুরু করেছে গোর্খা জনমুক্তি মোর্চা (গোজমুমো)। মোর্চার নেতা বিমল গুরুংয়ের মন্তব্য ২০১১ সালে সরকারের সঙ্গে যে চুক্তি হয়েছিল, তা না মানা অবধি নির্বাচনে অংশগ্রহণ করবে না তাঁরা। এরই প্রতিবাদে চলছে লাগাতার অনশন কর্মসূচি।

নির্বাচন করানোর সিদ্ধান্তকে বিরোধিতা জানিয়েছে জিএনএলএফ। এবিষয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে তারা। তাদের বক্তব্য রাজ্য সরকার জোর করে নির্বাচন করাতে চাইলে পাহাড়ের মানুষ জবাব দেবে।