SSC Scam: সিবিআই গুহা থেকে বাড়ি ফিরলেন মন্ত্রী পরেশ, এলাকায় আদরে বরণ

পালিয়ে গিয়েছিলেন ট্রেন থেকে। তারপর এপথ ওপথ ঘুরে ফের কলকাতা গিয়ে সিবিআই জেরার মুখে পড়তেই হয়। টানা জেরার পর সাময়িক ছুটি। কলকাতা থেকে কোচবিহারের মেখলিগঞ্জে…

পালিয়ে গিয়েছিলেন ট্রেন থেকে। তারপর এপথ ওপথ ঘুরে ফের কলকাতা গিয়ে সিবিআই জেরার মুখে পড়তেই হয়। টানা জেরার পর সাময়িক ছুটি। কলকাতা থেকে কোচবিহারের মেখলিগঞ্জে ফিরলেন এসএসসি দুর্নীতিতে অন্যতম আলোচিত শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী।

শিক্ষা প্রতিমন্ত্রীর মেয়ে অঙ্কিতার চাকরি মেধা তালিকা মেনে হয়নি। তার প্রমাণ মিলেছে। চাকরি গেছে। বেতন ফেরত দিতে হবে।

এরকমই পরিস্থিতিতে বিতর্কিত শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী মেখলিগঞ্জে ফিরতেই স্থানীয় তৃণমূল কংগ্রেস সমর্থকরা আদরে বরণ করেন।

মন্ত্রী জানালেন আগের মতোই কাজ করবেন। দল তাঁর সঙ্গে রয়েছেন। এই কয়েকদিনের মধ্যে দেখা গেল কে পার্টির আসল লোক, আর কে নকল। যারা আমাদের সঙ্গে মেলামেশা করে, এই ঘটনার পর তাঁদের অনেকের টিকিও দেখা যায়নি। যাঁরা প্রকৃত তৃণমূল কংগ্রেস করেন, তাঁরা আমার সঙ্গে আছে, কলকাতায় দলের নেতৃত্ব আমার সঙ্গে আছে।

তিনি আরও বলেন, আইন আইনের পথে চলবে। আমি সব জায়গায় আবার আগের মতো চলব। কোনও চিন্তা নেই।

যদিও এদিন কর্মীদের সঙ্গে কোচবিহার শহরের এনএন মেমোরিয়াল হলে রুদ্ধদ্বার বৈঠক করেন পরেশ অধিকারী। সমস্ত কর্মীদের মোবাইল ফোন বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছিল। ক্যামেরার সামনে মুখ না খুললেও পরেশ আত্মবিশ্বাসী দল তাঁর সঙ্গে রয়েছে।

উল্লেখ্য, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই হাজিরা দিতে হয়েছিল মন্ত্রী পরেশ অধিকারীকে। অভিযোগ, প্রভাব খাটিয়ে মেয়ের চাকরি করিয়ে দিয়েছেন পরেশ। এই মুহুর্তে চাকরী গেছে পরেশ কন্যা অঙ্কিতার। এমনকি ৪১ মাসের প্রায় ১৬ লক্ষ টাকা বেতন ফেরতের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এদিন কোচবিহারে পরেশ ফিরলেও কোথায় মেয়ে অঙ্কিতা প্রশ্ন উঠতে শুরু করেছে।