Jalpaiguri: জলপাইগুড়িতে হুড়মুড়িয়ে দলত্যাগ বিজেপি কর্মীদের

পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে বিরোধী দল বিজেপিতে (BJP) ভাঙন ধরেছে তত বেশি। রবিবার সাড়ে তিন বছরের পথ চলা ছেড়ে তৃণমূল কংগ্রেসে ফিরে এসেছেন সাংসদ…

Jalpaiguri BJP

পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে বিরোধী দল বিজেপিতে (BJP) ভাঙন ধরেছে তত বেশি। রবিবার সাড়ে তিন বছরের পথ চলা ছেড়ে তৃণমূল কংগ্রেসে ফিরে এসেছেন সাংসদ অর্জুন সিং। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা নন্দীগ্রামে গণ ইস্তফা দিচ্ছেন তাঁর দলের কর্মীরা। এই অস্বস্তির মধ্যে ফের উত্তরবঙ্গ বিজেপিতে ফের ধরল ভাঙন।

অর্থের বিনিময়ে দলীয় পদ দেওয়ার অভিযোগ তুলে জলপাইগুড়ির ময়নাগুড়িতে ২০ জন বিজেপি নেতার একসঙ্গে পদত্যাগ। এদের মধ্যে রয়েছেন ময়নাগুড়ি বিধানসভার দক্ষিণ মণ্ডলের জেলা সম্পাদক, মণ্ডল সম্পাদক, জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক, মণ্ডল যুব সভাপতি, মণ্ডল যুব মোর্চার সাধারণ সম্পাদক-সহ পদাধিকারীরা। পদত্যাগপত্র না পেয়ে কোনও মন্তব্য করব না, বললেন জলপাইগুড়ির বিজেপি জেলা সভাপতি।

   

তৃণমূল কংগ্রেস জানিয়েছে, আগামী দিনে বিজেপি বলে রাজ্যে কিছু থাকবে না। তৃণমূল জেলার সভানেত্রী মহুয়া গোপ জানিয়েছেন, আগামী দিনে তৃণমূল বলে আর কিছু থাকবে না। সময়ের সঙ্গে সঙ্গে সকলেই বিজেপিতে চলে আসবে। ২৪ ঘন্টা ময়দানে নেমে কাজ করছে তৃণমূল কংগ্রেস। বিজেপি বিধায়কের কোনও কাজ নেই। তারা চুপচাপ বসে রয়েছে।

প্রসঙ্গত, একুশের বিধানসভা নির্বাচনের পর থেকে একে একে বিজেপিতে শুরু হয়েছে ভাঙন। বিজেপি ছেড়ে ঘর ওয়াপসি হচ্ছে বহু নেতাকর্মীর। বিধানসভা নির্বাচনের আগে যারা বিজেপিতে যোগদান করেছিল, নির্বাচনের ফলাফল ঘোষণার পর একে একে করে ঘর ওয়াপসি হচ্ছে। সব্যসাচী দত্ত, রাজীব বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে রবিবার নিজের পুরনো দলে ফিরে এসছেন অর্জুন সিং।