চালু হচ্ছে শিয়ালদহ মেট্রো স্টেশন

আগামী ৩১ মে শিয়ালদহ মেট্রো স্টেশন চালু হওয়ার সম্ভাবনা। মাস দুয়েক আগেই মিলেছে রেলওয়ে কমিশনার অব সেফটির ছাড়পত্র। ৩১ মে বেহালার একটি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন…

আগামী ৩১ মে শিয়ালদহ মেট্রো স্টেশন চালু হওয়ার সম্ভাবনা। মাস দুয়েক আগেই মিলেছে রেলওয়ে কমিশনার অব সেফটির ছাড়পত্র। ৩১ মে বেহালার একটি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সেখান থেকেই ভার্চুয়াল মাধ্যমে শিয়ালদহ মেট্রো স্টেশনের উদ্বোধন করবেন তিনি।

সূত্রের খবর, বেশ কয়েকদিন আগেই তৈরি হয়েছিল শিয়ালদহ মেট্রো স্টেশন। এমনকি চালু করার বিষয়ে ছাড়পত্র মিলেছিল রেলওয়ে কমিশনার অব সেফটির তরফে। তিন মাসের মধ্যে চালু হওয়ার কথা ছিল। কিন্তু কে উদ্বোধন করবেন? সেবিষয়টি চুড়ান্ত না হওয়ার কারণে শিয়ালদহ মেট্রো স্টেশন চালু করার বিষয়টি ঝুলে ছিল।
সূত্রের খবর, ৩১ মে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব পূর্ব রেলের একটি অনুষ্ঠানের জন্য বেহালায় উপস্থিত থাকবেন। সেদিনেই ভার্চুয়াল উদ্বোধন করবেন তিনি। তারপরেই শুরু হবে যাত্রী পরিবহন ব্যবস্থা। জানা গিয়েছে, যেহেতু সমস্ত ট্রায়াল পর্ব শেষ হয়ে গেছে, তাই উদ্বোধনের পরের দিন থেকে যাত্রী পরিষেবা শুরু হবে শিয়ালদহ মেট্রো স্টেশনে।

মেট্রোর জেনারেল ম্যানেজার অরুণ অরোরা জানিয়েছেন, প্রতিনিয়ত রেল বোর্ডের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। অনুমতি মিললেই চালু হবে পরিষেবা।