মালদার স্কুলে ইংরেজি মাধ্যম চালু হলেও শিক্ষিকা না থাকায় বিক্ষোভ

ইংরেজি মাধ্যম চালুর পরেও নেই কোনও ইংরেজি শিক্ষিকা। মালদার বার্লো স্কুলে অভিভাবকদের বিক্ষোভ। প্রধান শিক্ষিকার ঘরের সামনে ধর্না।  বিদ্যালয়ে চালু করা হয়েছে ইংরেজি মাধ্যমে শিক্ষা।…

ইংরেজি মাধ্যম চালুর পরেও নেই কোনও ইংরেজি শিক্ষিকা। মালদার বার্লো স্কুলে অভিভাবকদের বিক্ষোভ। প্রধান শিক্ষিকার ঘরের সামনে ধর্না। 

বিদ্যালয়ে চালু করা হয়েছে ইংরেজি মাধ্যমে শিক্ষা। তা সত্ত্বেও নেই কোনও ইংরেজি শিক্ষিকা। পড়াচ্ছেন বাংলা মাধ্যমে শিক্ষিকারাই। দীর্ঘদিন ধরে পঠন পাঠন সঠিক ভাবে চলছে না বলে অভিযোগ। শিক্ষা দফতরের উচ্চতর কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে দাবি স্কুল কর্তৃপক্ষের। 

এক অভিভাবক জানিয়েছেন, বহুদিন আগেই বিদ্যালয়ে আমাদের বাচ্চাদের ইংরেজি মাধ্যমে পঠন-পাঠন করানো হবে বলে জানানো হয়েছে। আজ এতগুলো দিন হয়ে গেল তা সত্ত্বেও কোনও ইংরেজি মাধ্যমে শিক্ষিকা নেই। সেই বাংলা মাধ্যম শিক্ষিকা দিয়েই চলছে।  

এর সঙ্গে তারা আরো দাবি করেন, বহুদিন থেকেই বিদ্যালয়ের সঠিকভাবে পড়াশোনা পর্যন্ত করানো হচ্ছে না। যার ফলে বাচ্চাদের শিক্ষার ক্ষতি হচ্ছে। এইসব অভিযোগ মিলিয়ে আজ অভিভাবকেরা বিক্ষোভে নেমেছেন।