Gorkhaland: গোর্খাল্যান্ড ইস্যুতে স্বামী-গুরুংয়ের বৈঠক, ঘনীভূত হচ্ছে একাধিক প্রশ্ন

গোর্খা জনমুক্তি মোর্চা বিমল গুরুংয়ের সঙ্গে দিল্লিতে তাঁর সাক্ষাৎ। অনেকেই মনে করছেন এবার তৃণমূলের টিকিটে দার্জিলিংয়ে প্রার্থী হতে পারেন বর্ষীয়ান বিজেপি নেতা। পাহাড় (Gorkhaland) নিয়ে স্বামী-গুরুংয়ের বৈঠক ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে।

Swami-Gurung's meeting on Darjeeling

খাতায় কলমে তিনি বিজেপির সাংসদ হলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর সুসম্পর্ক নিয়ে সমালোচনা শোনা গিয়েছিল বিভিন্ন মহলে। মমতার দিল্লি সফরে একাধিকবার তাঁর সঙ্গে দেখা করেছেন বিজেপি সাংসদ সুব্রহ্মণম স্বামী। সম্প্রতি তাঁকে নিয়ে বঙ্গ রাজনীতিতে চর্চা শুরু হয়েছে। তার কারণ হল, গোর্খা জনমুক্তি মোর্চা বিমল গুরুংয়ের সঙ্গে দিল্লিতে তাঁর সাক্ষাৎ। অনেকেই মনে করছেন এবার তৃণমূলের টিকিটে দার্জিলিংয়ে প্রার্থী হতে পারেন বর্ষীয়ান বিজেপি নেতা। পাহাড় (Gorkhaland) নিয়ে স্বামী-গুরুংয়ের বৈঠক ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে।

গত কয়েক বছর ধরেই প্রকাশ্যে মোদি সরকারের সমালোচনা করেছেন সুব্রহ্মণম স্বামী। তাই আগামী নির্বাচনে তাঁর টিকিট পাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ট্যুইট করে বিজেপি নেতা জানিয়েছেন, গোর্খা জনমুক্তি মোর্চার প্রধান বিমল গুরুংয়ের সঙ্গে তাঁর বৈঠক হয়েছে। প্রস্তাবিত গোর্খাল্যান্ডকে স্বায়ত্বশাসিত অঞ্চল ঘোষণার জন্য তিনি একটি খসড়া তৈরির কাজ শুরু করেছেন। যদিও পরে ট্যুইট পরিবর্তন করে ফেলেন বিজেপি নেতা। তিনি বলেন, বিজেপির ঘোষণা মতো গোর্খাল্যান্ডের দাবি নিয়ে আলোচনা হয়েছে।

তবে ট্যুইট বদলের পাশাপাশি পাহাড়ের রাজনীতিতেও হাওয়া বদল হতে শুরু করেছে। অনেকেই বলছেন স্বামী আসলে আগামী দিনে দার্জলিং কেন্দ্র থেকে প্রার্থী হতে পারেন। সেটা হতে পারে তৃণমূলের টিকিটে। কারণ, বিজেপির হয়ে যেভাবে তিনি সমালোচনা করেছেন, তাতে আগামী দিনে তাঁর টিকিট পাওয়া এতটা সহজ হবে না বলেই মনে করা হচ্ছে।

স্বামীর সঙ্গে গুরুংয়ের এই বৈঠক নিয়ে অস্বস্তিতে পড়েছেন পাহাড়ের বিজেপি নেতারা। পাহাড়ের বিধায়করা তীব্র সমালোচনা শুরু করেছেন। সমস্ত স্বামী প্রস্তাব করেন, বাংলার বিধানসভায় স্বশাসিত গোর্খাল্যান্ডের সপক্ষে প্রস্তাব পাশ করা হোক। তবে কী গুরুংয়ের সমর্থনে তৃণমূলের টিকিটে প্রার্থী হবেন স্বামী? এই প্রশ্ন মাথাচাড়া দিতে শুরু করেছে।