ISL: ‘পক্ষপাত দুষ্ট’ রেফারির শাস্তির দাবি জানাল কেরালা ম্যানেজমেন্ট

আইএসএলে বেঙ্গালুরু এফসির মুখোমুখি হয় কেরালা ব্লাস্টার্স। সেই ম্যাচ নিয়ে প্রথম থেকেই উন্মাদনা চরমে ছিল সকলের মধ্যে। তবে প্রথমদিকে সমস্ত কিছু ঠিক থাকলেও ম্যাচের দ্বিতীয়ার্ধে কেরালার বক্সের বাইরে ফ্রি কিক পায় সুনীল ছেত্রীর বেঙ্গালুরু। এই পর্যন্ত সমস্ত কিছু ঠিক থাকলেও রেফারির বাঁশি বাজানোর আগেই ফ্রি কিকে বল জড়িয়ে দেন দলের অধিনায়ক।

2316
আইএসএলে বেঙ্গালুরু এফসির মুখোমুখি হয় কেরালা ব্লাস্টার্স। সেই ম্যাচ নিয়ে প্রথম থেকেই উন্মাদনা চরমে ছিল সকলের মধ্যে। তবে প্রথমদিকে সমস্ত কিছু ঠিক থাকলেও ম্যাচের দ্বিতীয়ার্ধে কেরালার বক্সের বাইরে ফ্রি কিক পায় সুনীল ছেত্রীর বেঙ্গালুরু। এই পর্যন্ত সমস্ত কিছু ঠিক থাকলেও রেফারির বাঁশি বাজানোর আগেই ফ্রি কিকে বল জড়িয়ে দেন দলের অধিনায়ক।
Advertisements

আইএসএলে (ISL) কেরালা ব্লাস্টার্স বনাম বেঙ্গালুরু (Kerala Blasters vs Bengaluru) ম্যাচ ঘিরে ক্রমশ বেড়েই চলেছে বিতর্ক। রেফারি ক্রিস্টাল জনের (Referee Crystal John) সিদ্ধান্তকে কেন্দ্র করে বর্তমানে কাদা ছোড়াছুড়ি শুরু হয়েছে দুই পক্ষের মধ্যে। কোথাও সুনীল ছেত্রীর পোস্টার জ্বালিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন কেরল সমর্থকরা। আবার কোথাও কেরল কোচের আচরনের তীব্র সমালোচনা করেছেন বেঙ্গালুরু সমর্থকদের একটি বিরাট অংশ। এই পরিস্থিতিতে ম্যাচ রেফারি কে শাস্তি দেওয়ার দাবি তুলল কেরালা ব্লাস্টার্স ম্যানেজমেন্ট।

গত ৩ রা মার্চ আইএসএলে বেঙ্গালুরু এফসির মুখোমুখি হয় কেরালা ব্লাস্টার্স। সেই ম্যাচ নিয়ে প্রথম থেকেই উন্মাদনা চরমে ছিল সকলের মধ্যে। তবে প্রথমদিকে সমস্ত কিছু ঠিক থাকলেও ম্যাচের দ্বিতীয়ার্ধে কেরালার বক্সের বাইরে ফ্রি কিক পায় সুনীল ছেত্রীর বেঙ্গালুরু। এই পর্যন্ত সমস্ত কিছু ঠিক থাকলেও রেফারির বাঁশি বাজানোর আগেই ফ্রি কিকে বল জড়িয়ে দেন দলের অধিনায়ক। এখান থেকেই তৈরি হয় যাবতীয় বিতর্ক। এরপরে কেরালার ফুটবলাররা গোল বাতিলের আবেদন জানালে ও তা নাকোচ করে দেন ম্যাচ রেফারি ক্রিস্টাল জন। যা দেখে ব্যাপক চটে যান কেরল কোচ ইভান ভুকোমানোভিচ। পাশাপাশি শোরগোল পড়ে যায় মাঠের মধ্যে।

Advertisements

এই পরিস্থিতিতে হাত দেখিয়ে খেলোয়াড়দের মাঠের বাইরে আসার নির্দেশ দেন কোচ ভুকোমানোভিচ। তারপর কোচের নির্দেশ মতো ড্রেসিংরুমে চলে আসেন কেরালার খেলোয়াড়রা। এরপরে ম্যাচ কমিশনার অমিত ধারা ও আইএসএলের এক কর্তার তরফ থেকে খেলোয়াড়দের মাঠে ফিরে আসার অনুরোধ করা হলেও তা অমান্য করেন সকলে। যারফলে, ম্যাচ কমিশনারের সঙ্গে আলোচনা করে মাঠে আধঘণ্টা অপেক্ষা করার পর বেঙ্গালুরু কে জয়ী ঘোষণা করেন রেফারি ক্রিস্টাল জন। যা নিয়ে ক্ষোভে ফেটে পড়েন কেরল সমর্থকরা।

Advertisements

এই নিয়েই এবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কাছে দ্বারস্থ হয়েছে কেরালা। এই প্রসঙ্গে ফেডারেশন কে একটি চিঠি পাঠানো হয় তাদের ম্যানেজমেন্টের তরফে। সেখানে ম্যাচের রিপ্লে চাওয়ার পাশাপাশি রেফারির উপযুক্ত শাস্তির কথাও উল্লেখ করা হয় তাদের তরফে।

Advertisements