
গত ম্যাচের দ্বিতীয়ার্ধে বল ধরতে গিয়ে গুরুতর জখম হন এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan ) গোলরক্ষক বিশাল কাইথ। যার ফলে, খেলা চলাকালীন মাঠেই অজ্ঞান হয়ে পড়েন দলের এই ভরসাযোগ্য তারকা। পরিস্থিতি সামাল দিতে মাঠে আনা হয় অ্যাম্বুলেন্স। বর্তমানে বিশাল অনেকটা সুস্থ হওয়ায় স্বস্তি ফিরেছে বাগান শিবিরে। তবে আশিক কুরুনিয়নকে নিয়ে উদ্বেগ ক্রমশ বেড়েই চলেছে দলের অন্দরে। এমনকি আশিকের বিকল্প খুঁজতে গিয়ে রীতিমতো কালঘাম ছুটেছে ফেরেন্দোর। সময় যতো এগোচ্ছে হায়দ্রাবাদের বিরুদ্ধে সেমিফাইনালের প্রথম লেগে ততই অনিশ্চিত হয়ে উঠেছেন কোচের এই পছন্দের উইঙ্গার।
আরও পড়ুন: Vishal Kaith: জীবন থাকতে মাঠে লড়াই করব, সমর্থকদের বার্তা দিলেন বিশাল
উল্লেখযোগ্যভাবে সেদিন ঘরের মাঠে ওডিশার বিরুদ্ধে সহজ জয় তুলে সেমিফাইনালের টিকিট কনফার্ম করেছিল এটিকে মোহনবাগান। এবার মিশন সেমিফাইনাল। গত কয়েকবার ট্রফির অনেক কাছাকাছি গেলেও শেষ পর্যন্ত ট্রফির স্বপ্ন অধরাই থেকে গিয়েছিল বাগান ফুটবলারদের। তাই এবার কিছুটা বাড়তি সাবধানী হুয়ান। তবে দুই ভরসাযোগ্য তারকার পাশাপাশি রিজার্ভ বেঞ্চের ফুটবলারদের চোটের সমস্যায় যেন দিশেহারা হওয়ার মতো পরিস্থিতি বাগানের হেডস্যারের। তাই প্রথম একাদশ সাজাতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে তাকে।
আরও পড়ুন: ATK Mohun Bagan: বিশাল কাইথকে সমস্যায় ফেলছে তাঁর দল মোহনবাগান
তবে গতকাল হাসপাতাল থেকে বিশালের ছাড়া পাওয়ার কথা জানানোর পর থেকেই বেশ কিছুটা স্বস্তি পেয়েছেন বাগানের হেডস্যার। ম্যানেজমেন্টের আশা হায়দ্রাবাদের বিপক্ষে মাঠে নামার আগেই হয়ত সুস্থ হয়ে উঠবেন বিশাল। তবে ওডিশা ম্যাচের আট মিনিটের মাথায় গোড়ালিতে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল আশিক কে। শেষ পর্যন্ত কিয়ানের কাঁধে করে স্টেডিয়াম ছেড়েছিলেন তিনি। আজ তার গোড়ালির পরীক্ষা হওয়ার কথা থাকলেও সেমিফাইনালের প্রথম লেগে অনেকটাই অনিশ্চিত এই তারকা।