Vishal Kaith: জীবন থাকতে মাঠে লড়াই করব, সমর্থকদের বার্তা দিলেন বিশাল

গতকাল বল নিজের আয়ত্তে আনতে গিয়ে জখম হন বাগান গোলরক্ষক বিশাল কাইথ (Vishal Kaith)। মাঠেই অচৈতন্য হয়ে পড়েন তিনি। যা নিয়ে শোরগোল পড়ে যায় দলের সতীর্থদের থেকে শুরু করে দর্শকদের মধ্যে।

ATK Mohun Bagan goalkeeper Vishal Kaith

গতকাল বল নিজের আয়ত্তে আনতে গিয়ে জখম হন বাগান গোলরক্ষক বিশাল কাইথ (Vishal Kaith)। মাঠেই অচৈতন্য হয়ে পড়েন তিনি। যা নিয়ে শোরগোল পড়ে যায় দলের সতীর্থদের থেকে শুরু করে দর্শকদের মধ্যে। তড়িঘড়ি রেফারির নির্দেশে মাঠে আনা হয় অ্যাম্বুলেন্স। কিছুক্ষণ পরে বিশাল নিজেই উঠে চলে যান অ্যাম্বুলেন্সের দিকে। তবে নিজে থেকে মাঠ ছাড়তে না চাইলে ও কোনও রকমের বাড়তি ঝুঁকি নিতে চায়নি এটিকে ম্যানেজমেন্ট। যারফলে, অনিচ্ছা সত্ত্বেও মাঠ থেকে উঠে যেতে হয় বাগানের এই ভরসা যোগ্য খেলোয়াড় কে। বর্তমানে অনেকটাই সুস্থ তিনি।

ATK Mohan Bagan goalkeeper vishal kaith

   

যারফলে আজ সকালে এক জনপ্রিয় মাধ্যমের মুখোমুখি হয়ে সমর্থকদের উদ্দেশ্যে বলেন, “সবাই কে ধন্যবাদ ম্যাসেজ করে খবর নেওয়ার জন্য এবং আমার পাশে থাকার জন্য। এটা আমার কাছে অনেক। আমার কাছে জীবন মানে হল, মাঠে সব সময় লড়াই করা।আর আমি এটা সবসময় করব। আরও একটা অনবদ্য দলগত পারফরম্যান্সে জয় পেলাম। সেমিফাইনালে পৌঁছলাম। জয় মোহনবাগান। “

বলাবাহুল্য, কালকের ম্যাচ নিয়ে টানটান উত্তেজনা ছিল দুই শিবিরেই। তবে শেষ পর্যন্ত যা ঘটার সেটাই হল। বুমোস- দিমিত্রিদের দাপটে কার্যত দিশেহারা হয়ে যেতে হল ওডিশা এফসির ফুটবলারদের। বল দখল থেকে শুরু করে বিপক্ষের রক্ষনে ফাঁটল ধরানো, সবেতেই এগিয়েছিল ফেরান্দোর ছেলেরা। যারফলে অনায়াসেই ২-০ ব্যাবধানে ম্যাচ নিজেদের পকেটে পুরে ফেলে সবুজ-মেরুন ব্রিগেড। তবে ম্যাচের বয়স যখন ৫৯ মিনিট তখনই ঘটে যায় এই অঘটন।

এবার মিশন সেমিফাইনাল। এবার সবুজ-মেরুন শিবির মাঠে নামতে চলেছে গতবারের চ্যাম্পিয়ন হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে। সেমিফাইনালে জয় তুলে নিয়ে গোয়ায় ফাইনাল খেলাই এখন মূল লক্ষ্য সকলের।