Anubrata Mandal: আদালতের আদেশে কেষ্টাকে নিরাপত্তা নিতে হবে রাজ্য পুলিশিকে

দিল্লিতে নিয়ে গিয়ে জেরা করা হবে গোরু পাচার মামনায় অভিযুক্ত বীরভূম জেনা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal)। আদালতের নির্দেশের পরেও অনুব্রত মণ্ডলের দিল্লি যাত্রার জট কাটছিল না।

Anubrata Mondal

দিল্লিতে নিয়ে গিয়ে জেরা করা হবে গোরু পাচার মামলায় অভিযুক্ত বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal)। আদালতের নির্দেশের পরেও অনুব্রত মণ্ডলের দিল্লি যাত্রার জট কাটছিল না। সোমবার আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী জানিয়েছেন, কলকাতা হাই কোর্টের নির্দেশমতো আসানসোল থেকে কলকাতায় যাওয়ার সময় নিরাপত্তা দিতে হবে পুলিশকেই।

কলকাতার হাসপাতালে মেডিক্যাল টেস্ট হওয়া পর্যন্ত অনুব্রতর সমস্ত দায়িত্ব আসানসোল কারা কর্তৃপক্ষের। মেডিক্যাল টেস্টে ফিট সার্টিফিকেট পাওয়া গেলে তারপরই তাঁর দায়িত্ব ইডি’র কাছে হস্তান্তর করা যাবে।

   

শনিবার অবধি আসানসোলের জেল কর্তৃপক্ষকে বারবার চিঠি দিয়ে অনুব্রতর অবস্থান জানতে চান ইডির আধিকারিকরা। বাধ্য হয়ে আদালতের পথ বেছে নেন তাঁরা। এর আগে আসানসোলের সংশোধনাগারের তরফে আসানসোল-দূর্গাপুর পুলিশ কমিশনারেটের কাছে নিরাপত্তার জন্য আবেদন করা হয়েছিল।

আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী নির্দেশ, যত তাড়াতাড়ি সম্ভব এই নির্দেশ পালন করা হোক। আসানসোল থেকে কলকাতা হয়ে দিল্লি যাবে অনুব্রত মণ্ডল। তার ঠিকানা তিহার জেল বলে মনে করা হচ্ছে।