Malda: ‘কল থাকলেও নেই জল’ তৃণমূল-বিজেপি দোষারোপে গলা শুকিয়ে কাঠ জনতার

মালদার (Malda) হরিশ্চন্দ্রপুরে তীব্র জলকষ্ট। অভিযোগ উঠেছে দীর্ঘদিন ধরে এলাকায় জলের সমস্যা। অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি। ঘরে রয়েছে জলের লাইন। কিন্তু তাও মিলছে না…

Intense water crisis

মালদার (Malda) হরিশ্চন্দ্রপুরে তীব্র জলকষ্ট। অভিযোগ উঠেছে দীর্ঘদিন ধরে এলাকায় জলের সমস্যা। অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি। ঘরে রয়েছে জলের লাইন। কিন্তু তাও মিলছে না জল। বারবার প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েও কোনও সুরাহা পাওয়া যায়নি।

নিত্যদিন জলের সমস্যা দেখা দিয়েছে মালদা হরিশচন্দ্রপুরের সদর এলাকায়। প্রত্যেকটি বাড়িতে রয়েছে সজল ধারা প্রকল্প জলের লাইন। কিন্তু পাইপ দিয়ে আসে না এক ফোটাও জল। এলাকার বাসিন্দারা ক্ষোভ উগরে জানিয়েছেন, পাড়ায় পাড়ায় বসে গিয়েছে ট্যাপ। তাহলে আমাদের পাড়ায় কেন বসছে না ট্যাপ। খাবারের জলের জন্য বাড়ি থেকে যেতে হয় বহুদূর। নিত্যদিন জলের জন্য নাকাল হতে হচ্ছে এলাকার বাসিন্দাদের। আর এই ঘটনায় শাসকদলের বিরুদ্ধে আঙ্গুল তুলেছে বিরোধী বিজেপি, সিপিআইএম ও কংগ্রেস।

জেলা বিজেপির অভিযোগ, মালদায় বেড়েছে বিজেপির ভোট। কমেছে তৃণমূলের ভোট। আর তাই চক্রান্ত করে জল কষ্ট দিচ্ছে সাধারণ মানুষকে। তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতগুলি হরিশ্চন্দ্রপুরকে বঞ্চিত করেছে। উত্তর দিয়েছে তৃণমূল। বিজেপির সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। জানানো হয়েছে, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ২০২৪-এর মধ্যে প্রত্যেকটি ঘরে ঘরে জল পৌঁছে দেওয়ার চেষ্টায় রয়েছেন। বিজেপির পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ার জন্যই তারা এই ধরনের মন্তব্য করছে। তৃণমূল-বিজেপি তরজার মাঝে গলা শুকিয়ে কাঠ সাধারণ মানুষের। জল কষ্টে ভুগছেন তারা।