Anubrata Mondal: কেষ্টদা এখনও ঘরে ফেরে নাই, মুষড়ে পড়েছেন তৃণমূল কর্মীরা

কেষ্টদা (Anubrata Mondal)ফিরে আসবেন। কতকটা সন্তান দল স্টাইলে বার্তা কর্মীদের ঘরে ঘরে পৌঁছে দিয়েছিলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। গোরু পাচার মামলায় সিবিআই জেরার ঠিক…

Anubrata-Mondal-tmc

কেষ্টদা (Anubrata Mondal)ফিরে আসবেন। কতকটা সন্তান দল স্টাইলে বার্তা কর্মীদের ঘরে ঘরে পৌঁছে দিয়েছিলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। গোরু পাচার মামলায় সিবিআই জেরার ঠিক আগে নিয়ম মাফিক অসুস্থ হয়েছিলেন। পরে চিকিৎসকরা জানান অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) দুটি অণ্ডকোষে পুঁজ জমেছে। চিকিৎসায় কিছু্টা সুস্থ হয়ে আপাতত কলকাতাতেই আছেন তিনি।

কেষ্টদা কবে ফিরবেন? বীরভূম জেলা টিএমসির কর্মী সমর্থকরা অধীর আগ্রহে অপেক্ষায়। শোনা হল না তাঁর ভাষণ। সম্মেলন শুরু হতে না হতেই ঘরে ফিরলেন তৃণমূল কর্মীরা। কারোর মুখে শোনা যাচ্ছে, কেষ্ট দা আসবেন বলে এসেছিলাম। কিন্তু তিনি নেই ফিরে যাচ্ছি।

   

রবিবার বীরভূম জেলার বোলপুরে কসবা এলাকায় চলছিল কর্মী সম্মেলন। সম্মেলনে উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, সুশান্ত ঘোষ সহ তৃণমূলের অন্যান্য নেতারা। পঞ্চায়েত নির্বাচনের আগে ড্যামেজ কন্ট্রোল করাই ছিল এই কর্মী সম্মেলনের মূল লক্ষ্য। কিন্তু সেখানে উপস্থিত ছিলেন না জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।

এর আগে জেলাজুড়ে দাপিয়ে বেড়িয়েছেন অনুব্রত। একেবারে বুথ স্তরের কর্মীদের সঙ্গে কথা বলে নিজে সংগঠন সামলেছেন। পুরসভা, গ্রাম পঞ্চায়েত থেকে বিধানসভা তাঁর নির্দেশ পালন করে কাজ করত দলীয় কর্মীরা। তিনি না থাকায় মুষড়ে পড়েছেন কর্মীরাই। এর আগে কখনও কর্মীসভায় অনুপস্থিত ছিলেন না। তাঁকে ছাড়া কর্মীসভা হয় না। একথা বলতে বলতে ফিরে যাচ্ছেন নীচুতলার কর্মীরা।

গত ৫ এপ্রিল অসুস্থতার কারণে বীরভূম ছেড়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তিনি। পরের দিন সিবিআইয়ের হাজিরা ছিল। তা এড়িয়ে সোজা ভর্তি হয়ে এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে। দুই সপ্তাহ ধরে চলে তাঁরা চিকিৎসা। হাসপাতাল থেকে ছাড়া পেলেও আসে সিবিআইয়ের জোড়া তলব। চিকিৎস্কদের পরামর্শ নিয়ে চিনার পার্কের বাড়িতেই রয়েছেন অনুব্রত। তাই বন্ধ রয়েছে দলীয় কর্মসূচি। তাঁকে দেখতে না পেয়ে ফিরে যাচ্ছেন দলীয় কর্মীরাই।

অনুব্রত এখন দলীয় কর্মসূচি না উপস্থিত হলেই ভালো। এমনটাই মনে করছেন তৃণমূলের একাংশ। মানুষের কাছে এর জন্য অন্য বার্তা যেতে পারে। সিবিআইয়ের ফের ডাক আসতে পারে। নিজের এবং দলের কথা ভেবে এখন দলীয় কর্মসূচি থেকে দূরেই থাকছেন অনুব্রত।