By Election: বালিগঞ্জে বিরোধী দল বিজেপি নামল চতুর্থ স্থানে, তৃণমূল ও সিপিআইএমের লড়াই

By Election: গণনা চলছে। কলকাতার বালিগঞ্জ বিধানসভার উপনির্বাচনে বিজেপির প্রার্থী কেয়া ঘোষ ক্রমে নামছেন। কংগ্রেস প্রার্থী কামরুজ্জামান চৌধুরী উঠে এলেন তিন নম্বরে। বালিগঞ্জ বিধানসভার উপনির্বাচনে…

BJP

By Election: গণনা চলছে। কলকাতার বালিগঞ্জ বিধানসভার উপনির্বাচনে বিজেপির প্রার্থী কেয়া ঘোষ ক্রমে নামছেন। কংগ্রেস প্রার্থী কামরুজ্জামান চৌধুরী উঠে এলেন তিন নম্বরে। বালিগঞ্জ বিধানসভার উপনির্বাচনে টিএমসির বাবুল সুপ্রিয় এগিয়ে টিএমসির মূল লড়াই সিপিআইএমের সায়রা হালিমের সঙ্গে। তিনি ফাইট দিচ্ছেন।

অন্যদিকে পশ্চিম বর্ধমানের আসানসোল লোকসভা কেন্দ্রে কি পরিবর্তন? নাকি বিজেপির দখলে? এখানে তৃণমূলের শত্রুঘ্ন সিনহা এগিয়ে। তবে লড়াই দিচ্ছেন বিজেপির অগ্নিমিত্রা পল। সিপিআইএম তৃতীয় স্থানেই।

যাকে ঘিরে গোটা উপনির্বাচন আলোচিত সেই বাবুল সুপ্রিয়র কী হবে? এই প্রশ্ন চলছে। বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের টিএমসি প্রার্থী বাবুল আগে আসানসোলের বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। হিন্দুত্ববাদী বাবুল জার্সি বদলে তৃণমূলী হয়েছেন। তবে আগে সংখ্যালঘু বিদ্বেষ মন্তব্যের অভিযোগে তাঁকে নিয়ে উপনির্বাচন সরগরম।

নতুন বাংলা বছরের প্রথম ভোট ফল কতটা মিষ্টি হবে এ নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে শাসক দল তৃণমূল কংগ্রেসের অন্দরে। শনিবার আসানসোল লোকসভা ও বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনের (By Election) ফল ঘোষণা।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

প্রধান বিরোধী দল বিজেপি কি এবারেও শূন্য হাতেই ফিরবে এও অন্যতম আলোচ্য বিষয়। কারণ, একুশের বিধানসভা ভোটের পর যতগুলো ভোট হয়েছে সবেতেই শূন্য হয়েছে বিজেপি।

তাৎপর্যপূর্ণ, বিধানসভায় কোনও আসন না পাওয়া বামফ্রন্টের তথা সিপিআইএমের ভোট প্রাপ্তির হার উর্ধমুখী। পুরনিগম ও পুরসভাগুলির ভোটে বিজেপি নেমেছে তৃতীয়স্থানে। কংগ্রেসের ভোটও বেড়েছে।

পুরভোটে বিরোধী দল বিজেপির ঘরে একটিও বোর্ড নেই। বাম দখলে গেছে একটি পুরবোর্ড। সবমিলে বিরোধী রাজনৈতিক শক্তি হিসেবে উঠে আসা সিপিআইএমেরও পরীক্ষা এই উপনির্বাচনের ফলাফলে।

পশ্চিম বর্ধমানের আসানসোল লোকসভা উপনির্বাচন হয়েছে এই কেন্দ্রের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়র দল ও সাংসদ পদ ত্যাগ করায়। তিনি এখন তৃণমূল কংগ্রেসের হয়ে বালিগঞ্জ থেকে লড়াই করছেন। আর কলকাতার বালিগঞ্জে উপনির্বাচন হচ্ছে এই কেন্দ্রের বিধায়ক সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণের জন্য।

আসানসোলে টিএমসির প্রার্থী অভিনেতা শত্রুঘ্ন সিনহা, বিজেপির হয়ে নেমেছেন অগ্নিমিত্রা পল, তিনি আসানসোল পশ্চিমের বিধায়ক। আর সিপিআইএমের হয়ে আছেন পার্থ মুখার্জি।

বালিগঞ্জের ভোটে টিএমসির হয়ে আছেন বাবুল সুপ্রিয়। সিপিআইএমের সায়রা শাহ হালিম ও কংগ্রেসের কামরুজ্জামান চৌধুরী, বিজেপির কেয়া ঘোষ।

রাজনৈতিক মহলে গুঞ্জন, দুটি উপনির্বাচনেই দান ছেড়ে দিয়েছে বিরোধী দল বিজেপি। বাম শিবির মাটি কামড়ে আছে।

বালিগঞ্জের ভোট নিয়ে শাসক দলের অন্দরে চাপা উত্তেজনা। কারণ, দলীয় প্রার্থী বাবুল সুপ্রিয়কে ঘিরে যে সংখ্যালঘু বিদ্বেষ রাজনীতি জড়িয়ে আছে তা কষ্ট করে গিলতে হয়েছে। বিজেপি তে থাকার সময় এ নিয়ে বারবার বিতর্কে জড়ান বাবুল। ফলে তার প্রচারে গিয়ে টিএমসি সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলতে হয়, বাবুল নয় মমতা বন্দ্যোপাধ্যায় কে দেখে ভোট দিন।

বাবুল বিজেপির সাংসদ ও মন্ত্রী থাকাকালীন আসানসোলে গোষ্ঠী সংঘর্ষে উস্কানিমূলক মন্তব্য করেছিলেন বলে অভিযোগ। ফলে সংখ্যালঘু অধ্যুষিত বালিগঞ্জ থেকে তিনি কি মসৃণ জয় পাবেন? এমন প্রশ্ন থাকছে। তৃণমূল কংগ্রেস শিবিরের বড় চিন্তা সিপিআইএমের সায়রা শাহ হালিমকে নিয়ে। তিনি অভিজাত সংখ্যালঘু পরিবার থেকে আসা এমআরসি বিরোধী নেত্রী। আবার কংগ্রেসের কামরুজ্জামান যদি ভোট কাটেন তাহলে বিজেপির কিছুটা লাভ। সবমিলে হযবরল ছবি বালিগঞ্জে।

নির্বাচন কমিশন জানাচ্ছে, বালিগঞ্জ এবং আসানসোলে গণনা কেন্দ্রের ২০০ মিটার বাইরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। ভিতরে ও বাইরে নিরাপত্তার প্রথম বলয়ে থাকছে রাজ্য পুলিশের কমব্যাট বাহিনী। রাজনৈতিক দলের প্রতিনিধিদের গণনা কেন্দ্রের ভিতরে প্রবেশ করতে হবে গণনা শুরুর ৩০ মিনিট আগে।