এই মুহূর্তে রাজ্যে পুরভোট হলে কী হবে ফলাফল, উঠে এল চমকপ্রদ তথ্য

সদ্য রাজ্যে লোকসভা ভোট (Election Result) সমাপ্ত হয়েছে। ৪২টি আসনের মধ্যে ২৯টিতে জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। ১২টি আসনে জয় পেয়েছে বিজেপি। লোকসভা নির্বাচনের ফলাফল বিশ্লেষণ…

By-elections will be held in 4 assembly constituencies of West Bengal on July 10, মানিকতলা রায়গঞ্জ রানাঘাট দক্ষিণ বাগদা বিধানসভা উপনির্বাচন ১০ জুলাই

সদ্য রাজ্যে লোকসভা ভোট (Election Result) সমাপ্ত হয়েছে। ৪২টি আসনের মধ্যে ২৯টিতে জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। ১২টি আসনে জয় পেয়েছে বিজেপি। লোকসভা নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করে উঠে এসেছে এক চমকপ্রদ তথ্য। লোকসভা ভোটের ফলাফলের নিরিখে বাংলার ১২১টি পুরসভার মধ্যে ৬৯টি পুরসভায় এগিয়ে রয়েছে বিজেপি। অর্থাৎ, পুরসভাগুলিতে কার্যত গেরুয়া ঝড় উঠেছে।

নির্বাচন কমিশনের দেওয়া ফলাফল বিশ্লেষণ করে দেখা গিয়েছে, আলিপুরদুয়ার, বালুরঘাট, বোলপুর, বুনিয়াদপুর, কাঁথি, দার্জিলিং, ধূপগুড়ি, হুগলি-চুঁচুড়া, ঝালদা, ঝাড়গ্রাম, জিয়াগঞ্জ, কান্দি, কল্যাণী, খড়গপুর, ঘাটাল, কৃষ্ণনগর, শান্তিপুর রানাঘাটের মতো পুরসভাগুলিতে এগিয়ে রয়েছে বিজেপি। বাকি পুরসভাগুলির সিংহভাগেই অবশ্য এগিয়ে রয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস।

   

তুমুল বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায়, দিনক্ষণ জানাল হাওয়া অফিস

২০২২ সালে বাংলায় পুরসভা ভোট হয়েছিল। ১০৮টি পুরসভার মধ্যে ১০২টি পুরসভায় জিতেছিল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। একটি পুরসভায় জিতেছিল সিপিআইএম। বাকি পাঁচটি পুরসভায় ‘টাই’ হয়েছিল। ৬৩ শতাংশ ভোট পেয়েছিল তৃণমূল কংগ্রেস। ১৪ শতাংশ ভোট পেয়েছিল বামফ্রন্ট। বিজেপি পেয়েছিল ১৩ শতাংশ ভোট। কংগ্রেসের ঝুলিতে গিয়েছিল ৫ শতাংশ ভোট। 

২০২১ সালের বিধানসভা ভোটে বাংলায় ৭৭টি আসন জিতেছিল বিজেপি। ২১৫টি সিটে জিতেছিল তৃণমূল কংগ্রেস। আর ২০২৪-এর লোকসভা ভোটের বিধানসভাওয়াড়ি হিসেবে ১৯২টি সিটে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। আর বিজেপি ৯০টি আসনে এগিয়ে রয়েছে। ২০১৯ সালের লোকসভা ভোটের বিধানসভাওয়াড়ি হিসেবে ১৬১টি সিটে এগিয়ে ছিল তৃণমূল। বিজেপি ১২১টি সিটে এগিয়েছিল।

পরবর্তী রাজ্য সভাপতি হিসেবে কাকে পছন্দ? কার নাম বললেন সুকান্ত মজুমদার

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খাসতালুক দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের অন্তর্গত ভবানীপুর বিধানসভা ক্ষেত্রের আটটি ওয়ার্ডের মধ্যে পাঁচটিতে – ৬৩, ৭০, ৭১, ৭২ ও ৭৪ নম্বর ওয়ার্ডে ভালো ব্যবধানে এগিয়ে রয়েছে বিজেপি। ৬৩ নম্বর ওয়ার্ডে বিজেপির প্রাপ্ত ভোট ৫৭৯৮ আর তৃণমূলের ৪৩৩০। ৭০ নম্বর ওয়ার্ডে, বিজেপির প্রাপ্ত ভোট ৬৭১৫ আর তৃণমূলের ৩১৩৮। ৭১, ৭২ এবং ৭৪ নম্বর ওয়ার্ডেও এগিয়ে বিজেপি।

প্রসঙ্গত, দেশজুড়ে এবার সাত দফায় লোকসভা নির্বাচন হয়েছে। ৪ জুন ভোটের ফল প্রকাশিত হয়েছে। বাংলার ৪২টি আসনের মধ্যে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের ঝুলিতে গিয়েছে ২৯টি আসন। বিজেপি ১২টি আসন দখল করেছে। কংগ্রেস মাত্র একটি আসনে জয় পেয়েছে। উনিশের লোকসভা নির্বাচনের মতো এবারও বাংলায় খাতা খুলতে পারেনি বামেরা।

কে হবেন বিজেপির নতুন রাজ্য সভাপতি? একাধিক নাম নিয়ে জল্পনা