Egra Blast: এগরার ‘বিজেপির পঞ্চায়েতে বিস্ফোরণ’, ঘটনাস্থলে যাওয়ার বার্তা শুভেন্দুর

দলীয় সাংগঠনিক কর্মসূচিতে বাঁকুড়া যাওয়ার পথে পূর্ব মেদিনীপুরের এগরায় বিস্ফোরণস্থল (Egra Blast) যাবেন বলে জানিয়েছেন বিরোধী দলনেতা (Suvendu Adhikari) শুভেম্দু অধিকারী। মঙ্গলবার ভয়াবহ বিস্ফোরণে এগরার…

দলীয় সাংগঠনিক কর্মসূচিতে বাঁকুড়া যাওয়ার পথে পূর্ব মেদিনীপুরের এগরায় বিস্ফোরণস্থল (Egra Blast) যাবেন বলে জানিয়েছেন বিরোধী দলনেতা (Suvendu Adhikari) শুভেম্দু অধিকারী। মঙ্গলবার ভয়াবহ বিস্ফোরণে এগরার খাদিকুল গ্রামে সরকারি হিসেবে দশ জনের মৃত্যু হয়েছে। তবে গ্রামবাসীরা বলছেন নিহতের সংখ্যা আরও বেশি। উঠছে দেহ লোপাটের অভিযোগ।

এগরা বিস্ফোরণকাণ্ডে পুলিশমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর নিজের জেলা পূর্ব মেদিনীপুরের এগরায় প্রবল বিস্ফোরণের ঘটনায় রাজ্য উত্তপ্ত।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

এগরা বিস্ফোরণে এনআইএ তদন্তের দাবিতে হাইকোর্টে যাচ্ছি বলেও মন্তব্য করেন বিরোধী দলনেতা। যদিও মু়খ্যমন্ত্রী আগেই বলেছেন এনআইএ তদন্ত হলে আপত্তি নেই। তাঁর নির্দেশে সিআইডি তদন্ত শুরু করেছে।

বুধবার সকাল থেকে খাদিকুল গ্রামে কান্নার রোল। ভয়াবহ বিস্ফোরণের পর গ্রামজুড়ে যেভাবে মৃতদেহগুলি পড়েছিল সেই আতঙ্ক তাড়া করছে এলাকাবাসীকে।

খাদিকুলের তৃ়ণমূল নেতা ভানু বাগের কারখানায় বিস্ফোরণ হয়েছে। পুলিশের দাবি এটি বাজি তৈরির কারখানা। বেআইনি বাজি তৈরির জন্য ভানু গ্রেফতার হয়েছিল। পরে জামিনে মুক্ত হয়ে ফের গ্রামে এসে গোপনে বাজি তৈরি করছিল।

এলাকাবাসী বলছেন, পুলিশকে টাকা দিয়ে কারখানা চালাত ভানু। খাদিকুল গ্রাম স্থানীয় সাহারা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত। এখানে তৃ়ণমূল জিতলেও মাস দুয়েক আগে বিজেপি সেটি দখল করে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন।