Dilip Ghosh: বিজেপি ঘনিষ্ঠ ‘কয়লা মাফিয়া’ রাজু ঝা খুনের প্রতিক্রিয়ায় বিস্ফোরক দিলীপ

কয়লা মাফিয়া রাজু ঝা খুনের প্রতিক্রিয়া দিতে গিয়ে বিস্ফোরক দাবি বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh, BJP leader)।

ED ডেকেছিল জেরা করতে। দুর্গাপুর থেকে কলকাতা যাওয়ার আগেই খুন করা হয়েছে কয়লা মাফিয়া রাজু ঝাকে (Raju Jha)। সে কি কয়লা কান্ডের গোপন কথা জানত? খুনের পর এই প্রশ্ন উঠছে।

কয়লা মাফিয়া রাজু ঝা খুনের প্রতিক্রিয়া দিতে গিয়ে বিস্ফোরক দাবি বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh, BJP leader)। তিনি বলেছেন, মুখ বন্ধ করতেই খুন করা হয়েছে রাজু ঝাকে। শনিবার পূর্ব বর্ধমান জেলার শক্তিগড়ে গুলি করে খুন করা হয় বিজেপি ঘনিষ্ট রাজু ঝাকে। তবে বিজেপির দাবি, দলের সাথে তেমন যোগাযোগ রাখত না রাজু ঝা।

   

পশ্চিম বর্ধমান জেনার শিল্পশহর দুর্গাপুরের বাসিন্দা রাজু ঝা খনি-শিল্পাঞ্চলের কয়লা মাফিয়া বলে পরিচিত। গত বিধানসভা ভোটের আগে সরাসরি বিজেপিতে যোগ দিয়ে প্রচার করেছিল রাজু ঝা। তাকে খুনের পর থেকে প্রবল অস্বস্তিতে বিজেপি। বারবার দাবি করা হচ্ছে রাজুর সাথে যোগাযোগ ছিলনা। জেলা রাজনৈতিক মহলে আলোচনা, রাজু ঝা নিজে মুখে বিজেপি ছাড়ার কথা ঘোষণা করেনি।

নিহত রাজু ঝা’র আততায়ীর খোঁজে পুলিশের অভিযান চলছে। জানা গিয়েছে দুর্গাপুর থেকে কলকাতা যাওয়ার পথে রাজু ঝাকে খুন করা হয় শক্তিগড়ে। গুলি চালিয়ে বাইকে করে কলকাতার দিকে চলে যায় খুনিরা।

রাজু ঝা খুুন প্রসঙ্গে বিজেপি সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষের দাবি, , ৩ তারিখ রাজুকে তলব করেছিল ইডি। তার আগে মুখ বন্ধ করে দেওয়ার জন্যেই খুন করা হয়েছে রাজুকে। এর পিছনে বড় চক্রান্ত রয়েছে বলে দাবি করছেন তিনি।

রাজু ঝার খুনের ঘটনায় দিলীপ ঘোষের বক্তব্য, আসলে রাজু ঝা কয়লা কান্ড সম্পর্কে অনেক কিছু জানত। তাই তার মুখবন্ধ করার জন্যেই খুন করা হয়েছে। যেভাবে খুন করা হয়েছে, তাতে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠছে।

পশ্চিম বর্ধমানের বাসিন্দা রাজু ঝাকে শনিবার পূর্ব বর্ধমানের শক্তিগড়ে খুন করা হয়। জেলা পুলিশ সূত্রে খবর, গোরু পাচারে অন্যতম অভিযুক্ত এনামুল ঘনিষ্ঠ আব্দুল লতিফের সাদা বিলাসবহুল ফরচুনা গাড়িতে কলকাতা যাচ্ছিল কয়লা মাফিয়া রাজু। শক্তিগড়ে একটা নীল গাড়ি থেকে গুলি করা হয়। এরপর জাতীয় সড়কের ধারে শক্তিগড় রেল স্টেশনের কাছাকাছি জায়গায় গাড়ি দাঁড় করিয়ে চলে যায়।