আমতার প্লাস্টিক কারখানায় বিধ্বংসী আগন, গলগল করে বেরচ্ছে কালো ধোঁয়া

আমতা: আমতায় প্লাস্টিক কারখানায় বিধ্বংসী আগুন। মঙ্গলবার রাত ১২টা নাগাদ প্রথম আগুন দেখতে পায় স্থানীয় মানুষ। নিমেষের মধ্যে দাউদাউ করে জ্বলে ওঠে গোটা কারখানা। খবর…

Magrahata Railway Station Fire

আমতা: আমতায় প্লাস্টিক কারখানায় বিধ্বংসী আগুন। মঙ্গলবার রাত ১২টা নাগাদ প্রথম আগুন দেখতে পায় স্থানীয় মানুষ। নিমেষের মধ্যে দাউদাউ করে জ্বলে ওঠে গোটা কারখানা। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৬টি ইঞ্জিন। রাতভর আগুন নেভানোর কাজ চালায় দলকলবাহিনী। ভোরের দিকে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়৷ তবে এখনও পুরোপুরি আগুন নেভানো সম্ভব হয়নি। সকালেও কারখানা থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়।

প্লাস্টিক কারখানা হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে৷ আতঙ্ক ছড়ায় স্থানীয় এলাকায়৷ সেই কারণেই দীর্ঘ সময় পরেও সম্পর্ণ আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। তবে কী কারণে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিক তদন্তের পর দমকল বিভাগের অনুমান, সম্ভবত শর্ট সার্কিট থেকে এই ঘটনা ঘটেছে। একইসঙ্গে অন্তর্ঘাতের সম্ভাবনাও পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই বিষয়ে নিশ্চিত হতে কারখানার শ্রমিকদের সঙ্গে কথা বলা হচ্ছে।

Advertisements

নতুন বছরের শুরু থেকেই বারবার শহরে অগ্নিকাণ্ড ঘটছে৷  ক’দিন আগেই বাইপাস সংলগ্ন আরুপোতার একটি গ্যারেজে আগুন লেগে যায়৷ ওই গ্যারাজে থাকা একাধিক গাড়ি পুড়ে ছাই হয়ে যায়। এরই মধ্যে দমকলের দেরিতে আসায় ক্ষোভে ফেটে পড়েছিলেন স্থানীয় বাসিন্দারা। তার আগে শিয়ালদহ স্টেশনের কাছে ফুড প্লাজায় আগুন লেগেছিল।  ঘঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে গিয়ে বেগ পেতে হয় দমকল কর্মীদের৷