Howrah: বিধ্বংসী অগ্নিকাণ্ডে মঙ্গলাহাটের ধ্বংসস্তূপে নওশাদ সিদ্দিকি

গভীর রাতে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে হাওড়ার (Howrah) মঙ্গলাহাটে ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি (Bhangar MLA Naushad Siddiqui)।

Siddiqui

গভীর রাতে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে হাওড়ার (Howrah) মঙ্গলাহাটে ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি (Bhangar MLA Naushad Siddiqui)। গতকাল শুক্রবার গভীর রাতে বিধ্বংসী আগুন লাগে হাওড়ার মঙ্গলাহাটে। দফায় দফায় জ্বালা আগুনে পুড়ে ছাই হয়ে যায় এক হাজারটি দোকান।

প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন করে মন্ত্রী অরূপ রায়কে ঘিরে গতকাল বিক্ষোভ দেখায় ব্যবসায়ীরা। ২১ জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূল নেত্রী তিনি সরাসরি পৌঁছে যান এই ঘটনাস্থলে। এবার ঘটনাস্থলে গিয়ে পৌঁছালেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী।

নওশাদ সিদ্দিকী গোটা এলাকাটি দেখছেন এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলছেন। নওশাদ জানিয়েছেন, ” আমি এখানে ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর জন্য এসেছি। এখানে বহু আইএসএফ সমর্থক কর্মীরাও রয়েছেন যারা ব্যবসা করেন। আমরা চাই ব্যবসায়ীরা আবার তাদের পুরনো স্রোতে ফিরে এসে ভালোভাবে ব্যবসা করুক”।

তিনি মুখ্যমন্ত্রীকে নিশানা করে বলেন, ” মুখ্যমন্ত্রী অনেক কথাই বলেন। তিনি ডবল চাকরির কথাও বলেছিলেন। এখন চপ বিক্রির নিদান দিচ্ছেন। এদের ক্ষেত্রে কি হবে সেটা জানি না”।

তবে গোটা ঘটনায় ব্যবসায়ীদের দাবি তারা পুনর্বাসন চাইছেন না। এই জায়গাতেই তারা ফের ব্যবসা শুরু করতে চাইছেন। সরকারের কাছে তাদের কাতর আর্জি যেন পুনরায় তাদের দোকানগুলো ঠিক করার ব্যবস্থা করা হয়।