আরও একটা বগটুই করার চেষ্টা হয়েছে, আমতায় গিয়ে সুর চড়ালেন শুভেন্দু

বৃহস্পতিবার রাতে আমতায় বিজেপির গ্রাম পঞ্চায়েত প্রার্থী সোমা রায় সহ ৬ বিজেপি কর্মীর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের আশ্রিত দুস্কৃতীদের দিকে। আমতার এই…

বৃহস্পতিবার রাতে আমতায় বিজেপির গ্রাম পঞ্চায়েত প্রার্থী সোমা রায় সহ ৬ বিজেপি কর্মীর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের আশ্রিত দুস্কৃতীদের দিকে। আমতার এই ঘটনা নিয়ে আজ শনিবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন যে আরও একটা বগটুই করার চেষ্টা করা হয়েছে। তিনি আরও বলেন, “কপাল ভাল, তাই অত বড় ক্ষতি হয়নি।“ ২০২২ সালের ২১ মার্চের বীরভূমের বগটুই হত্যাকাণ্ড স্মরণ করলে আজও শিউরে ওঠে রাজ্যবাসী।

বৃহস্পতিবার রাতের আমতার ঘটনা। অভিযোগ করা হয়েছে যে বেশ কিছু বাড়িতে শুকল তুলে দিয়ে বাইরে থেকে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। ঘটনার পর আজ নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী আমতায় আক্রান্তদের সঙ্গে দেখা করতে যান। আমতায় গিয়ে আক্রান্তদের পাশে থাকার বার্তা দেন এবং বলেন খুব তাড়াতাড়ি এই ঘটনাকে কেন্দ্র করে আইনি লড়াইয়ে নামবেন। এছাড়া শুভেন্দু অধিকারী শাসক দলের বিরুদ্ধে চড়া আক্রমণ শানান। পঞ্চায়েতে ছাপ্পা ভোট এবং ভোট পরবর্তী হিংসা নিয়েও অভিযোগ করেন তিনি।

   

আমতায় আক্রান্ত পরিবারের সদস্যদের সঙ্গে, বাড়ির মহিলাদের সঙ্গে কথা বলেন শুভেন্দু অধিকারী। গোটা এলাকা ঘুরে দেখার পর তিনি বলেন, “বিজেপি করার অপরাধে কী করেছে দেখুন। আমি এদের নিয়ে সোমবার রিট-পিটিশন দাখিল করব।” আক্রান্ত পরিবারের লোকজন শুভেন্দুকে দেখে কান্নায় ভেঙে পড়েন, গ্রামবাসীরা ছুটে আসেন। শুভেন্দু বলেন, “গোটা গ্রাম আজ এসেছে। আমরা কাউকে ডাকিনি। এদের ভোট লুঠ হয়ে গিয়েছে। এদের কাউকে কাউন্টিংয়ের দিন ঢুকতে দেয়নি। প্রহসনের ছাপ্পার পঞ্চায়েত ভোট হয়েছে।”

২১ মার্চ ২০২২ সালের সন্ধ্যায় বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখকে খুনের অভিযোগ ওঠে। সেইদিন রাতেই বগটুইয়ের ১০ টি বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়। পরদিন সকালে ৮ জনের দেহ উদ্ধার হয়।