আসন্ন আইএসএলের জন্য এই তারকা উইঙ্গারকে দলে টানল নর্থইস্ট, চিনে নিন

আগামী সেপ্টেম্বরের শেষের দিকেই শুরু হতে চলেছে হিরো আইএসএলের (ISL Season) নতুন মরশুম। সেকথা মাথায় রেখে অনেক আগে থেকেই দল গঠনের কাজকর্ম শুরু করে দিয়েছিল প্রত্যেকটি ক্লাব।

Northeast United FC

আগামী সেপ্টেম্বরের শেষের দিকেই শুরু হতে চলেছে হিরো আইএসএলের (ISL Season) নতুন মরশুম। সেকথা মাথায় রেখে অনেক আগে থেকেই দল গঠনের কাজকর্ম শুরু করে দিয়েছিল প্রত্যেকটি ক্লাব। বর্তমানে অনেকটাই এগিয়ে গিয়েছে সমস্ত কিছু। এক্ষেত্রে সবার আগে কাজ শুরু করেছিল বেঙ্গালুরু এফসি ও এফসি গোয়ার মতো দুই শক্তিশালী দল।

পরবর্তীতে আসরে নামে কলকাতার দুই প্রধান তথা ইমামি ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপারজায়ান্টস। তবে অন্যান্য ফ্রাঞ্চাইজি গুলির তুলনায় কিছুটা দেরীতে শুরু করলেও দল গঠনের ক্ষেত্রে কোনো রকমের আপোষ করতে নারাজ জন আব্রাহামের নর্থইস্ট ইউনাইটেড (Northeast United FC)। গতবারের অভিযান শেষ করার পর এবার নিজেদের কে ঢেলে সাজাতে শুরু করেছে নর্থইস্ট ইউএবার নিজেদের নতুন কোচের নাম ঘোষণা করা হল তাদের তরফে।

সেইমতো গত কয়েক মাস আগেই নতুন কোচের নাম ঘোষণা করা হয় তাদের তরফে। সেইমতো আগামী দুইটি মরশুমের জন্য দলের দায়িত্ব নিয়েছেন হুয়ান পেদ্রো বেনালিক। ক্লাবের সঙ্গে যুক্ত হওয়ার পর তিনি বলেছিলেন,” এইরকম দলের কোচ হতে পারা আমার কাছে ব্যাপক সম্মানের। দল নিয়ে কাজ করার জন্য আমি প্রচন্ড আগ্ৰহী। আমরা একটি প্রতিযোগিতা মূলক একাদশ তৈরি করতে চাই।”

সেইমতো নিজেদের দল গঠনের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে এই দল। নয়া কোচের পাশাপাশি বদলে ফেলা হয়েছে এই ক্লাবের সহকারী কোচ। সেইসাথে দলের থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে গত কয়েক মাস আগেই যুক্ত হয়েছেন মান্দার তামহানে। একটা সময় বেঙ্গালুরু এফসির আইএসএল জয়ের ক্ষেত্রে ও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তামহানের। সেবার স্প্যানিশ কোচ কার্লোস কুয়াদ্রাতের সহকারী হিসেবে ছিলেন তিনি। বর্তমানে কুয়াদ্রাত ইস্টবেঙ্গলের দায়িত্বে আসলে ও মন্দার চলে এসেছেন নর্থইস্ট দলে।

একইভাবে শক্তহাতে দল গঠনের কাজে হাত দিয়েছে ম্যানেজমেন্ট। এবার ফিরিয়ে আনা হচ্ছে লেফট উইঙ্গার রিডিম ট্যালাং কে। আগামী ২০২৩-২৪ মরশুমের জন্য এই দলে ফেরানো হয়েছে ২৮ বছরের এই তারকা ফুটবলার কে। একটা সময় শিলং লাজং এফসির মাধ্যমে পেশাদার ফুটবলার হিসেবে সূচনা করেছিলেন এই ফুটবলার।

পরবর্তীতে সুযোগ পান নর্থইস্ট ইউনাইটেডে। সেবার প্রথম আইএসএলে খেলতে আসা। তারপর কয়েক মরশুম অন্তর অন্তর এফসি গোয়া ও ওডিশা এফসি দলের হয়ে খেলেন এই ভারতীয় উইঙ্গার। তারপর শেষ মরশুমে পেনার তত্ত্বাবধানে এফসি গোয়া দলে খেললেও ফের একটি মরশুমের জন্য ঘরে এই পুরোনো ক্লাবে ফিরতে চলেছেন এই তারকা।