Python Rescue: যদি গিলে নেয়! অজগর- আতঙ্ক ছড়িয়েছে বাগডোগরা, নাগরাকাটায়

নাগরাকাটা বস্তি থেকে উদ্ধার হলো ১২ ফুটের একটি অজগর। যা দেখে চক্ষু চড়কগাছ স্থানীয়দের। শুক্রবার গভীর রাতে নালার মধ্যে দেখতে পাওয়া গিয়েছিল ওই অজগরটিকে। যা…

নাগরাকাটা বস্তি থেকে উদ্ধার হলো ১২ ফুটের একটি অজগর। যা দেখে চক্ষু চড়কগাছ স্থানীয়দের। শুক্রবার গভীর রাতে নালার মধ্যে দেখতে পাওয়া গিয়েছিল ওই অজগরটিকে। যা দেখে চিৎকার শুরু করে বেশ কয়েকটি সারমেয়। এরপর স্থানীয়রা বাইরে আসতেই তাদের নজরে পরে এক বিশাল অজগর। এলাকাবাসীরা সাপটিকে উদ্ধার করে এবং শনিবার ওই বিশাল অজগরটিকে বনদফতরের হাতে তুলে দেয়।

স্থানীয় এক বাসিন্দা জানিয়েছে এর আগেও এলাকা থেকে একটি কিং কোবরা উদ্ধার হয়েছিল। পরপর এই ভয়াবহ সাপ মেলার ঘটনায় ইতিমধ্যে আতঙ্কিত এলাকাবাসীরা। এর সঙ্গেই বাগডোগরায় ফের উদ্ধার হয়েছে একটি অজগর। বাগডোগরার এয়ারপোর্ট মোড় সংলগ্ন শ্মশান এলাকায় একটি গাছ থেকে উদ্ধার হল ৮ ফুটের অজগর।‌‌

জানা গিয়েছে, এদিন একটি গাছের উপর পাখির বাসার মধ্যে সাপটিকে দেখতে পায় বেশ কিছু স্থানীয়রা। এরপর তারা খবর দেয় বনদফতরে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বাগডোগরা বনবিভাগ। তারা অজগরটিকে উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দেয়।

এর আগেও নকশালবাড়ি থেকে উদ্ধার হয়েছিল এক বিশাল অজগর যা খেয়ে নিয়েছিল আস্ত একটি ছাগলকে। এরপর ফের উত্তরবঙ্গে এই অজগরের উপদ্রবে রীতিমতো আতঙ্কিত সাধারণ মানুষ।