হাড্ডাহাড্ডি লড়াই করে টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে জয় পেল মহামেডান

ফের জয়। কলকাতা লিগের প্রথম ম্যাচে ক্যালকাটা এফসির বিরুদ্ধে বিরাট ব্যবধানে জয় তুলে নিয়েছিল মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)।

Mohammedan Sporting Club

ফের জয়। কলকাতা লিগের প্রথম ম্যাচে ক্যালকাটা এফসির বিরুদ্ধে বিরাট ব্যবধানে জয় তুলে নিয়েছিল মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। সেই ধারা বজায় থাকল আবার। পূর্ব নির্ধারিত সূচি অনুসারে আজ ময়দানের আরেক শক্তিশালী দল ইউনাইটেড স্পোর্টস ক্লাবের মুখোমুখি হয়েছিল সাদা-কালো ব্রিগেড। নির্ধারিত সময়ের শেষে ১-০ গোলের ব্যবধানে সহজ জয় ছিনিয়ে নিল মেহরাজউদ্দিন ওয়াডুর ছেলেরা। যারফলে এই নিয়ে প্রিমিয়ার ডিভিশন লিগের দ্বিতীয় ম্যাচে ও অপরাজিত থাকল ময়দানের এই প্রধান ক্লাব।

উল্লেখ্য, গত ম্যাচে বিপুল সংখ্যক গোলে জয় পাওয়ার দরুন আজকের ম্যাচ খেলার আগে যথেষ্ট আত্মবিশ্বাসী থেকেছে সাদা-কালো ফুটবলাররা। তাছাড়া প্রথম একাদশে ও দেখা গিয়েছে দিপু, বিকাশের মতো চেনা মুখ কে। অর্থাৎ প্রথম একাদশের যে খুব একটা বদল হয়নি তা সহজেই বোঝা যায়। ম্যাচ শুরু হতেই বল দখলের লড়াই দেখা দেয় দুই দলের ফুটবলারদের মধ্যে। মাঝমাঠ থেকে আক্রমণ শানিয়ে সাদা-কালো ডিফেন্সে উঠে আসলেও কোনো রকম ভাবেই ফিনিশ করতে পারছিলেন না ইউনাইটেড স্পোর্টস ক্লাবের ফুটবলাররা। একই পরিস্থিতি দেখা দিয়েছিল সাদা-কালো ফুটবলারদের। এরফলে ম্যাচের প্রথমার্ধের শেষে গোলশূন্য থাকে খেলার ফলাফল।

Mohammedan Sporting Club

দ্বিতীয়ার্ধের শুরু থেকে ফের আক্রমণের তেজ বাড়তে থাকে মহামেডান ফুটবলারদের। ওভার ল্যাপ করে এসে পরবর্তীতে বারংবার আক্রমণ শানিয়ে ও গোলের দেখা পাচ্ছিল না দল। শেষ পর্যন্ত ম্যাচের ঠিক ৭৮ মিনিটের মাথায় ডেভিডের দুরন্ত গোলে এগিয়ে যায় মহামেডান স্পোর্টিং ক্লাব। নির্ধারিত সময়ের শেষে সেই ব্যবধান ধরেই জয় সুনিশ্চিত করে ময়দানের ব্ল্যাক প্যান্থারর্স। ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কোচ মেহরাজউদ্দিন বলেন, আজ সবটাই ছেলেদের কৃতিত্ব। ওদের লড়াকু মানসিকতা থেকেই দলের জয় এসেছে। পাশাপাশি দলের সমর্থকদের ও অসংখ্য ধন্যবাদ। এভাবে দলকে চিয়ার আপ করার জন্য।