Dakshin Dinajpur: ছাত্রের ব্যাগে পিস্তল! স্কুলে আতঙ্ক

বছরের শুরুতে নতুন ক্লাসে বই বিতরণের সময় নবম শ্রেণির পড়ুয়ার ব্যাগে মিলল পিস্তল ও কার্তুজ। মঙ্গলবার এই ঘটনায় দক্ষিণ দিনাজপুরের (Dakshin Dinajpur) বংশীহারির সুদর্শনপুর হাই…

Dakshin Dinajpur: ছাত্রের ব্যাগে পিস্তল! স্কুলে আতঙ্ক

বছরের শুরুতে নতুন ক্লাসে বই বিতরণের সময় নবম শ্রেণির পড়ুয়ার ব্যাগে মিলল পিস্তল ও কার্তুজ। মঙ্গলবার এই ঘটনায় দক্ষিণ দিনাজপুরের (Dakshin Dinajpur) বংশীহারির সুদর্শনপুর হাই স্কুলে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পিস্তল উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। সঙ্গে অভিযুক্ত ছাত্রকেও আটক করে নিয়ে গিয়েছে তারা।

এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক জানিয়েছেন, মঙ্গলবার স্কুলে নতুন শিক্ষাবর্ষের বই বিলি করা হচ্ছিল। সেই অভিযুক্ত ছাত্র সদ্য অষ্টম থেকে নবম শ্রেণিতে উঠেছে। মঙ্গলবার ব্যাগ নিয়ে স্কুলে বই নিতে এসেছিল সে। কিন্তু ব্যাগটি ভারী মনে হওয়ায় খুলে দেখে সহপাঠীরা। তখনই ব্যাগের ভিতরে একটি দেশি পিস্তল ও কার্তুজ দেখতে পায় তারা।

সেই মুহূর্তে প্রাথমিকভাবে সেটিকে খেলনা পিস্তল বলে মনে করলেও পরে শিক্ষকদের এসে জানায় কয়েকজন ছাত্র। এরপর শিক্ষকরা ছাত্রের ব্যাগ তল্লাশি করে দেখতে পায় তার ভিতরে রয়েছে একটি দেশি পিস্তল ও কার্তুজ। তাঁরা বিষয়টি প্রধান শিক্ষককে জানালে তিনি বংশীহারি থানার ICকে জানায়। এরপর পুলিশকর্মীরা এসে পিস্তল উদ্ধার করে ও অভিযুক্ত ছাত্রকে আটক করে থানায় নিয়ে যায়।

Advertisements

এই পিস্তল উদ্ধারের বিষয়ে IC মনোজিৎ সরকার জানিয়েছেন, “ওই ছাত্রকে আটক করা হয়েছে। সে কোথা থেকে ওই অগ্নেয়াস্ত্র পেল? কেন সে স্কুলে অগ্নেয়াস্ত্র নিয়ে এসেছিল তা জানার চেষ্টা চলছে। এই ঘটনার সঙ্গে তার পরিবারের কেউ যুক্ত কি না তা জানতেও জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন তদন্তকারীরা। অভিযুক্তকে বুধবার গঙ্গারামপুর মহকুমা আদালতে পেশ করা হয়”।