Juan Ferrando: হুয়ান জামানার অবসান মোহনবাগানে, কে আসবেন দায়িত্বে?

এবার সবুজ-মেরুন থেকে বিদায় নিলেন স্প্যানিশ কোচ হুয়ান ফেরেন্দো (Juan Ferrando)। তা নিয়ে কিছুটা হলেও হতাশ সমর্থকদের একাংশ। গত ফুটবল মরশুমে তার নেতৃত্বেই আইএসএল চ্যাম্পিয়ন…

Juan Ferrando

এবার সবুজ-মেরুন থেকে বিদায় নিলেন স্প্যানিশ কোচ হুয়ান ফেরেন্দো (Juan Ferrando)। তা নিয়ে কিছুটা হলেও হতাশ সমর্থকদের একাংশ। গত ফুটবল মরশুমে তার নেতৃত্বেই আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা ময়দানের অন্যতম প্রধান মোহনবাগান। সেবার মরশুমের শুরুটা খুব একটা আরামদায়ক না থাকলেও পরবর্তীতে চেনা ছন্দে ফিরে আসে সবুজ-মেরুন। ইভান ভুকোমানোভিচের কেরালা ব্লাস্টার্স থেকে শুরু করে জোসেফ গাম্বাইয়ের ওডিশা।

সেবার একের পর এক শক্তিশালী প্রতিপক্ষকে পিছনে ফেলে শেষ চার নিশ্চিত করে ফেলে মোহনবাগান। তারপর হায়দরাবাদ এফসিকে ট্রাই বেকারে হারিয়ে ফাইনালে টিকিট নিশ্চিত করে ফেলে হুগো বুমোসরা। ফাইনাল ম্যাচে মুখোমুখি হতে হয় সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসির বিপক্ষে খেলতে হয়েছিল মেরিনার্সদের।

হাড্ডাহাড্ডি লড়াই করে শেষ পর্যন্ত চূড়ান্ত সাফল্য অর্জন করে মোহনবাগান। যা নিয়ে মাতোয়ারা হয়ে ওঠে আপামর বাগান জনতা। সেই পারফরমেন্স বজায় রেখেই নতুন মরশুমে ডুরান্ড কাপ শুরু করে মেরিনার্সরা। প্রথম ম্যাচই বাংলাদেশের দলকে হারায় সবুজ-মেরুন। তবে দ্বিতীয় ম্যাচেই তাদের মুখ থুবড়ে পড়তে হয় পড়শি ক্লাব ইমামি ইস্টবেঙ্গলের কাছে। তবে তৃতীয় ম্যাচ থেকেই ঘুরে দাঁড়ায় মোহনবাগান। অনবদ্য পারফরম্যান্সের দরুন ডুরান্ড কাপের ফাইনালে উঠে আসে পালতোলা নৌকা। সেখানেই ওজি তারকা দিমিত্রি পেত্রাতোসের অনবদ্য গোলে ট্রফি জয় করে মোহনবাগান। কিন্তু পরবর্তীতে খুব একটা ভালো পারফরম্যান্স থাকেনি হুয়ান ফেরেন্দোর ছেলেদের।

আইএসএলে নতুন দল পাঞ্জাব এফসি কে হারিয়ে অভিযান শুরু করলেও পরবর্তীতে একের পর এক হেভিওয়েটের সামনে পড়তেই নাস্তানাবুদ হতে থাকে মেরিনার্সরা। সার্জিও লোবেরার ওডিশা এফসির

বিপক্ষে কোনরকমে হার বাঁচালেও শক্তিশালী মুম্বাই সিটি এফসি হোক কিংবা মানালো মার্কেজের এফসি গোয়া, মোহনবাগানের হতশ্রী পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। যারফলে, গো ব্যাক স্লোগান বারংবার উঠে আসতে থাকে মোহনবাগানের গ্যালারি থেকে। দলের হেডস্যার হুয়ান ফেরেন্দোর পাশাপাশি অজি তারকা জেসন কামিংস কিংবা আলবেনিয়ান তারকা আর্মান্দো সাদিকুর মতো ফুটবলারদের ছাঁটাই করার দাবি উঠে আসতে থাকে প্রবলভাবে। তবে আসন্ন সুপার কাপ পর্যন্ত ফেরেন্দোকে রাখার পরিকল্পনা থাকলেও তা আর বাস্তবায়িত হলনা।  অবশেষে আজ স্প্যানিশ কোচকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিল মোহনবাগান ম্যানেজমেন্ট। এবার কার হাতে উঠবে দলের দায়িত্ব সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। তবে যতদূর খবর, হয়তো ফের চালকের আসনে বসতে চলেছেন আন্তোনিও লোপেজ হাবাস।