IND v SA: W W W W W W… সিরাজের বিধ্বংসী বোলিংয়ে ৫৫ রানে ইনিংস শেষ দক্ষিণ আফ্রিকার

দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি ভারত ও দক্ষিণ আফ্রিকা (IND v SA)। কেপটাউনের নিউল্যান্ডসে অনুষ্ঠিত হচ্ছে ম্যাচটি। এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের…

Mohammed Siraj

দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি ভারত ও দক্ষিণ আফ্রিকা (IND v SA)। কেপটাউনের নিউল্যান্ডসে অনুষ্ঠিত হচ্ছে ম্যাচটি। এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। অধিনায়কের এই সিদ্ধান্ত ভুল প্রমাণিত হয়েছে। মাত্র ৫৫ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকার দল।

এটি দক্ষিণ আফ্রিকার টেস্ট ক্রিকেটে ভারতের বিপক্ষে সর্বনিম্ন স্কোর। এর আগে নাগপুরের মাঠে ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার সর্বনিম্ন স্কোর ছিল ৭৯ রান।

   

কেপটাউন টেস্টে ৬ উইকেট নিয়েছেন মহম্মদ সিরাজ। সিরাজের সামনে ভেঙে পড়েছে পুরো দক্ষিণ আফ্রিকা দল। সিরাজ আজ দেখিয়ে দিয়েছেন কেন তাকে বিশ্বের অন্যতম ভয়ংকর বোলার বলা হয়। ক্যারিয়ারের সেরা পারফরমেন্স করেছেন মহম্মদ সিরাজ। টেস্ট ক্রিকেটে সিরাজের আগে সেরা পারফরমেন্স ছিল ৬০ রানে ৫ উইকেট। এখন নিজের রেকর্ড ভেঙে ৬ উইকেট নিয়েছেন সিরাজ। সিরাজ ছাড়াও মুকেশ কুমারও আজ ৩টি উইকেট নিয়েছেন।

ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার সর্বনিম্ন টেস্ট স্কোর:
• ৫৫ রান – কেপটাউন টেস্ট, ২০২৩
• ৭৯ রান – নাগপুর টেস্ট, ২০১৫
• ৮৪ রান – জোহানেসবার্গ টেস্ট, ২০০৬
• ১০৫ রান – আহমেদাবাদ টেস্ট, ১৯৯৬
• ১০৯ রান – মোহালি টেস্ট, ২০১৫
https://twitter.com/ICC/status/1742492407558512849?t=jkxX7x9_FUZkN2VnqNlaqQ&s=19