Cricket History Made: ১৪৭ বছরে এই প্রথম এমন লজ্জার মুখে পড়ল পাকিস্তান

Cricket History Made: পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মধ্যকার তিন ম্যাচ টেস্ট সিরিজের শেষ ম্যাচটি আজ (৩ জানুয়ারি) থেকে সিডনিতে শুরু হচ্ছে। এমনকি এই উত্তেজনাপূর্ণ ম্যাচেও পাকিস্তানের…

Pakistan’s Saim Ayub and Abdullah Shafiq

Cricket History Made: পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মধ্যকার তিন ম্যাচ টেস্ট সিরিজের শেষ ম্যাচটি আজ (৩ জানুয়ারি) থেকে সিডনিতে শুরু হচ্ছে। এমনকি এই উত্তেজনাপূর্ণ ম্যাচেও পাকিস্তানের জন্য ভালো কিছু প্রমাণিত হচ্ছে বলে মনে হচ্ছে না। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে পাকিস্তান। দ্বিতীয় ওভারে প্যাভিলিয়নে ফেরেন দলের দুই ওপেনার।

পরিসংখ্যান অনুযায়ী, ১৪৭ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম টেস্ট ফরম্যাটের দুই ওপেনার ব্যাটসম্যান নতুন ক্যালেন্ডার বছর শুরু করতে গিয়ে শূন্য রানে আউট হলেন। তবে আজ থেকে এই লজ্জাজনক রেকর্ড এখন পাকিস্তানের নামে যুক্ত হয়ে গেল। তৃতীয় টেস্টে আবদুল্লাহ শফিকের সঙ্গে ইনিংস শুরু করতে মাঠে নামেন সাইম আইয়ুব। দুই ব্যাটসম্যানের ব্যাটই নীরব থেকেছে।

মিচেল স্টার্কের বলে ম্যাচ আউট হওয়ার প্যাভিলিয়নে ফেরার পথে হাঁটা লাগান শফিক। জোশ হ্যাজেলউডের বলে আউট হয়ে প্যাভিলিয়নে যেতে বাধ্য হন আইয়ুব। তবে ইনিংসের শুরু এমন শ্রীহীন হওয়া সত্ত্বেও এই খবর লেখা পর্যন্ত পাকিস্তান ৩০০ রানের মাইলফলক অতিক্রম করেছে। দলের হয়ে মিডল অর্ডারে দলের হাল ধরেছেন মহম্মদ রিজওয়ান। রিজওয়ান ছাড়াও সাত নম্বরে ব্যাট করে হাফ সেঞ্চুরি করতে সমর্থ হন আগা সালমান। ৬৭ বলে ৫৩ রানের অবদান রেখেছেন তিনি। এই দুই ব্যাটসম্যান ছাড়াও ৭০ রান করে এখনও ক্রিজে আছেন আমের জামাল। ৭৪ ওভার শেষে দলের স্কোর ৯ উইকেট হারিয়ে ৩১২ রান।