Balurghat: ফুঁসছে আত্রেয়ী, জলবন্দি বালুরঘাট

গত কয়েকদিনে আত্রেয়ী নদীর জল বেড়েছে। বর্তমানে বিপদসীমার উপর দিয়ে জল বইছে আত্রেয়ীর। এদিকে আত্রেয়ীর জল বেড়ে যাওয়ায় সোমবার সকাল থেকে জল ঢুকতে শুরু করেছে…

গত কয়েকদিনে আত্রেয়ী নদীর জল বেড়েছে। বর্তমানে বিপদসীমার উপর দিয়ে জল বইছে আত্রেয়ীর। এদিকে আত্রেয়ীর জল বেড়ে যাওয়ায় সোমবার সকাল থেকে জল ঢুকতে শুরু করেছে দক্ষিণ দিনাজপুর জেলার সদর বালুরঘাট (Balurghat) শহরের ১৭ নম্বর ওয়ার্ডের আত্রেয়ী কলোনিতে। ইতিমধ্যে বেশ কয়েকটি বাড়িতে জল ঢুকে গেছে। বাড়িতে জল ঢুকে যাওয়ায় ঘরে ছেড়ে তারা নিরাপদ স্থানে যাচ্ছেন। মূলত উঁচু জায়গায় আশ্রয় নিচ্ছেন।

ক্ষুব্ধ বাসিন্দারা বলছেন, “প্রশাসন কোনো অ্যাকশন নিচ্ছেনা। ছয় মাস ঘরে থাকি, ছয় মাস ঘর থেকে পালাতে হয়। প্রশাসন থেকে‌ কোনো সাহায্য করা হয়না।ডুবে গেছে বাড়ি ঘর। কেউ আমাদের সাহায্য করতে এগিয়ে আসেনা।”

   

ভারত ও বাংলাদেশের মধ্যে দিয়ে প্রবাহিত এই নদীর সর্বমোট দৈর্ঘ্য ৩৯০ কিলোমিটার। এটি বাংলাদেশে আত্রাই নামে পরিচিত। আর পশ্চিমবঙ্গে আত্রেয়ী নামে চিহ্নিত। পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলা থেকে বেরিয়ে ও বাংলাদেশের দিনাজপুরের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে।

এদিকে এদিন সকাল থেকে ফের মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির পরিমাণ বেড়ে গেলে বন্যা পরিস্থিতি আরও ভয়ানক হবে বলে জেলা প্রশাসন সূত্র জানা গেছে। এমনকি নদীর জল আরও বেড়ে গেলে গোটা আত্রেয়ী কলোনিতে জল ঢুকে যেতে পারে। এমত অবস্থায় আতঙ্কে রয়েছেন আত্রেয়ী কলোনির শতাধিক পরিবার।

জেলা প্রশাসন ও পুরসভার তরফে পুরো বিষয়টির উপর নজর রাখা হচ্ছে বলেই জানানো হয়েছে। প্রয়োজনে তাঁদের ফ্লাড সেন্টারে স্থানান্তরিত করা হবে। এদিন সকালে ১৫-২০টি পরিবার ঘর ছেড়ে উঁচু জায়গায় আশ্রয় নিয়েছে। প্রতিনিয়ত জল বাড়ছে আত্রেয়ী নদীর। নদীর জল একটু বাড়লেই এই পাড়া ডুবে যায়। চেয়ারম্যানের সাথে যোগাযোগ করে এই এলাকার লোকেদের নিরাপদ জায়গায় স্থানান্তরিত করা হচ্ছে। পানীয় জলের ব্যবস্থা করা হচ্ছে। তাদের ভবিষ্যতে যাতে এমন‌ অবস্থা না হয়, সেবিষয়ে কাজ করা হবে।