নিজের বুকে গুলি করে আত্মঘাতী CPIM নেতা

নিজের বন্দুকের গুলিতে আত্মঘাতী সিপিআইএম নেতা।সোমবার দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর থানার পুন্ডুড়ি গ্রাম পঞ্চায়েতের সোনাহার গ্রামে এই ঘটনা ঘটে।মানসিক অবসাদে বাম নেতা আত্মঘাতী বলে মনে…

নিজের বন্দুকের গুলিতে আত্মঘাতী সিপিআইএম নেতা।সোমবার দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর থানার পুন্ডুড়ি গ্রাম পঞ্চায়েতের সোনাহার গ্রামে এই ঘটনা ঘটে।মানসিক অবসাদে বাম নেতা আত্মঘাতী বলে মনে করা হচ্ছে।

মৃতের নাম সামসুজ্জামান (৭২)। তিনি ২০০৩-২০০৮ সাল পর্যন্ত সিপিআইএমের হরিরামপুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ছিলেন। আত্মীয়রা বলছেন, কিছুদিন ধরে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। সোমবার সকালে বাড়ির ছাদে নিজের পিস্তল থেকে নিজের বুকে গুলি চালিয়ে আত্মহত্যা করেন।

গুলির শব্দে ও নিহত বাম নেতার দেহ দেখে এলাকায় উত্তেজনা ছড়ায়। তদন্তে নেমেছে পুলিশ। মৃতের ছেলে জানাত হোসেন জানান, ‘রোজ সকালে বাবা হাঁটতে যেতেন। আজ সকালে বাবাকে ঘরে দেখতে না পেয়ে খুব অবাক হইনি। সকাল দশটার সময়ও বাবাকে বাড়ি ফিরতে না দেখে খোঁজখবর শুরু করি। বাড়ির ছাদে খোঁজ নিতে গিয়ে দেখি বাবা রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। দেহের পাশেই পড়ে রয়েছে বাবার দোনলা বন্দুক।

হরিরামপুর বিধানসভার প্রাক্তন সিপিআইএম বিধায়ক রফিকুল ইসলাম জানিয়েছেন, সামসুজ্জামান হরিরামপুর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি হিসেবে সন্মানের সঙ্গে দায়িত্ব পালন করেন। বয়স ও পারিবারিক কিছু কারণে বেশ কিছুদিন থেকেই তিনি রাজনীতি থেকে সরে দাঁড়িয়েছিলেন। তাঁর মৃত্যুতে দলের অনেক বড় ক্ষতি হল।

হরিরামপুর থানার আইসি অভিষেক তালুকদার জানিয়েছেন নিজের দোনলা বন্দুক দিয়ে বুকে গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন সোনাহান গ্রামের শামসুজ্জামান নামের এক প্রৌঢ়। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। শামসুজ্জামানের ব্যবহার করা বন্দুকটির বৈধ কাগজপত্র বাজেয়াপ্ত করেছে পুলিশ।