Mohun Bagan: রুদ্ধদ্বার অনুশীলন শুরু বাগানের, ফেরেন্দোর মন পাবেন পোগবা?

গতকাল রবিবার রাতে ক্লাবের তরফ থেকে করা ঘোষণা অনুযায়ী আজ থেকে টানা তিনটে দিন ক্লোসডডোর অনুশীলন চালাবে মোহনবাগান দল (Mohun Bagan)।

Florentine Pogba

গতকাল রবিবার রাতে ক্লাবের তরফ থেকে করা ঘোষণা অনুযায়ী আজ থেকে টানা তিনটে দিন ক্লোসডডোর অনুশীলন চালাবে মোহনবাগান দল (Mohun Bagan)। সেইমতো প্রস্তুতি নিচ্ছেন দলের ফুটবলাররা। আসলে সামনেই রয়েছে এএফসি কাপের ম্যাচ। তাছাড়াও রয়েছে ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ। যেখানে পড়শি ক্লাবের মুখোমুখি হতে হবে দলকে। এছাড়াও রয়েছে হিরো ইন্ডিয়ান সুপার লিগ।

এক কথায় বলতে গেলে বিরাট লম্বা একটা মরশুম। তাই সেই মরশুম শুরু করার আগে ভালো করে গোটা দলকে দেখে নিতে চাইছেন গতবারের আইএসএল জয়ী কোচ হুয়ান ফেরেন্দো। দিনকয়েক আগেই দেশীয় ফুটবলারদের নিয়ে একবার ক্লোসডডোর অনুশীলন করেছে সবুজ-মেরুন। তবে এবার দলের দুই বিদেশি ফুটবলার তথা জেসন কামিন্স ও আলবেনিয়ান তারকা আর্মান্দো সাদিকুকে সামনে থেকে দেখে নিতে চাইছেন বাগানের এই স্প্যানিশ কোচ।

মনে করা হচ্ছে, এই তিনটে দিনে খেলোয়াড়দের ফিটনেস ট্রেনিংয়ে জোরদার পাশাপাশি তাদের জিম সেশনের উপরে জোর দেওয়া হতে পারে। তবে আসন্ন ডুরান্ড কাপ ও হিরো আইএসএলের মতো মেগা টুর্নামেন্ট গুলিকে গুরুত্ব দিলেও এএফসি কাপের দিকেই বাড়তি নজর দিতে চাইছেন ফেরেন্দো। সেইমতো দলের সমস্ত তারকা ফুটবলারদের ফিট রাখাই একমাত্র লক্ষ্য ফেরেন্দোর। তাহলে ডুরান্ড কাপ নিয়ে কি ভাবছেন বাগান কোচ?

যতদূর জানা গিয়েছে, আগত ডুরান্ড কাপের ডার্বিতে হয়ত মূল একাদশ নামাবে না বাগান শিবির। এক্ষেত্রে রিজার্ভ দলের বেশকিছু ফুটবলারদের পাশাপাশি সিনিয়র দলের একাধিক খেলোয়াড় নিয়ে মাঠে নামতে পারে দল। অর্থাৎ সিনিয়র-জুনিয়রের কম্বিনেশন করে দল সাজাতে চাইছেন স্প্যানিশ কোচ। তবে প্রয়োজন পড়লে মাঠে নামানো হতে পারে বেশকিছু বিদেশি ফুটবলারদের।

এক্ষেত্রে হয়ত ডুরান্ড কাপে খেলতে দেখা যেতে পারে তারকা ফুটবলার ফ্লোরেন্টিন পোগবাকে। গত ফুটবল মরশুমে যথেষ্ট ধুমধাম করে তাকে স্বাগত জানিয়েছিল সবুজ-মেরুন জনতা। কিন্তু নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি এই ফুটবলার। তাছাড়া চোটের কারণে ছিটকে যেতে হয়েছিল ফুটবল মরশুম থেকে। তারপর থেকে আর সেভাবে শোনা যায়নি এই তারকার কথা। তবে শুক্রবার অর্থাৎ কামিন্স আসার দিনে সকলকে চমকে দিয়ে কলকাতা বিমানবন্দরে পা রাখেন তিনি।

আসলে গত মরশুমে খুব একটা খেলতে না পারলেও ক্লাবের সাথে এখনো চুক্তি থেকে গিয়েছে এই ফুটবলারের। তাই অনুশীলনের দিনক্ষণ জানতে পেরে সোজা চলে আসেন ভারতে। কিন্তু এবারের তারকাখচিত স্কোয়াডে ফেরেন্দোর নজর কাড়তে কতটা সক্ষম থাকেন, এখন সেটাই দেখার। তবে যতদূর জানা গিয়েছে, আসন্ন ডুরান্ড কাপে তার পারফরম্যান্স দেখেই নাকি ভবিষ্যত নির্ধারণ করবেন স্প্যানিশ কোচ। তাই এবারের অনুশীলনের পাশাপাশি আগত ডুরান্ড ম্যাচ গুলিতে নিজের সেরাটা দেওয়াই অন্যতম লক্ষ্য থাকবে এই তারকার।