এক ঘণ্টা ভেন্টিলেশনের বাইরে বুদ্ধদেব ভট্টাচার্য, চিকিৎসকরা স্বস্তিতে

প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শারিরীক অবস্থা স্থিতিশীল। সিটি স্ক্যানের রিপোর্ট ঠিক থাকায় এদিন দুপুরে বুদ্ধদেব ভট্টাচার্যকে ভেন্টিলেশন থেকে বার করা হয়। হাসপাতাল সূত্রে খবর এক…

প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শারিরীক অবস্থা স্থিতিশীল। সিটি স্ক্যানের রিপোর্ট ঠিক থাকায় এদিন দুপুরে বুদ্ধদেব ভট্টাচার্যকে ভেন্টিলেশন থেকে বার করা হয়। হাসপাতাল সূত্রে খবর এক ঘন্টা তিনি ভেন্টিলেশনের বাইরে রয়েছেন। তাঁর শরীরে সংক্রমণের মাত্রা কমেছে বলে জানানো হয়েছে বেসরকারি হাসপাতালের পক্ষ থেকে।

আজ সকাল ৭টা ১৯ নাগাদ বুদ্ধদেব ভট্টাচার্যের সিটি স্ক্যান হয়েছে। এর সঙ্গেই তার কয়েকটি ব্লাড টেস্টও করা হয়েছে। সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে বলেছেন, এবার হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, বুদ্ধদেব ভট্টাচার্য্য স্থিতিশীল। শারীরিক অবস্থার অল্প উন্নতি হয়েছে। তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন।

বুদ্ধদেব ভট্টাচার্যের চিকিৎসার জন্য যে নয় জন ডাক্তারের বোর্ড গঠন করা হয়েছে তারা মিটিং করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছিলেন। এর আগে বুদ্ধদেবকে ১০০ শতাংশ ভেন্টিলেশনে রাখা হয়েছিল। এবার চিকিৎসকেরা ঠিক করেছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে আজ বিকেলের মধ্যেই ইনভেসিভ ভেন্টিলেশন থেকে বের করে আনা হবে।

গত শনিবার শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে বুদ্ধদেব ভট্টাচার্যকে আলিপুরের উডল্যান্ডসে ভর্তি করা হয়েছে। তবে আজ তার শারীরিক অবস্থা একটু স্থিতিশীল বলে ডাক্তাররা জানিয়েছেন। চিকিৎসায় সাড়া দিচ্ছেন বুদ্ধদেব।