Mohun Bagan SG: আগামী পাঞ্জাব ম্যাচ থেকে নৌকার হাল ধরছেন ফেরেন্দো

গত ৩ আগস্ট ডুরান্ড কাপের প্রথম ম্যাচে বাংলাদেশ সেনার মুখোমুখি হয়েছিল মোহনবাগান সুপারজায়ান্টস (Mohun Bagan SG)। তবে সেদিন দলের জুনিয়র কোচ বাস্তব রায়ের তত্ত্বাবধানে খেলতে নেমেছিল লিস্টনরা।

Juan Ferrando

গত ৩ আগস্ট ডুরান্ড কাপের প্রথম ম্যাচে বাংলাদেশ সেনার মুখোমুখি হয়েছিল মোহনবাগান সুপারজায়ান্টস (Mohun Bagan SG)। তবে সেদিন দলের জুনিয়র কোচ বাস্তব রায়ের তত্ত্বাবধানে খেলতে নেমেছিল লিস্টনরা। তবে খুব একটা প্রভাব পড়েনি সেই ম্যাচে। নির্ধারিত সময়ের শেষে ৫ গোলে ম্যাচ জিতেছিল মোহনবাগান সুপারজায়ান্টস।

তবে এবার দ্বিতীয় ম্যাচ থেকেই দলের দায়িত্ব সামলাবেন স্প্যানিশ কোচ হুয়ান ফেরেন্দো (Coach Juan Ferrando)। তার সহকারী কোচ হিসেবে এবার দেখা যাবে বাস্তব রায়কে। যারফলে, আগামী কাল অর্থাৎ সোমবার থেকে ফের স্ব-মহিমায় ধরা দেবেন ফেরেন্দো।

উল্লেখ্য, প্রথম ম্যাচে বাংলাদেশের ওই দলকে বড়সড় ব্যবধানে হারালেও দ্বিতীয় প্রতিপক্ষ পাঞ্জাব এফসি। যারা সেনা দলের থেকে অনেকটাই বেশি শক্তিশালী। আই লিগ জয় সেটাই প্রমাণ করে। শেষ ফুটবল মরশুমে একের পর এক তাবড় তাবড় ফুটবল দলকে পিছনে ফেলে আইলিগ চ্যাম্পিয়ন হয়েছিল রাউন্ডগ্লাস পাঞ্জাব। তথা পাঞ্জাব এফসি। সেই কারনে ফেরেন্দোর হাতেই দলের দায়িত্ব দিয়ে স্বস্তি পেতে চাইছে ম্যানেজমেন্ট। তবে চোটের সমস্যা যথেষ্ট চিন্তায় রাখছে বাগান কোচকে।

আসলে এবারের ফুটবল মরশুমে কলকাতা লিগের পাশাপাশি পাল্লা দিয়ে শুরু হয়েছে ডুরান্ড কাপ। যারফলে, স্বাভাবিকভাবেই ক্লান্ত হয়ে পড়তে হচ্ছে দলের ফুটবলারদের। এছাড়াও আর কয়েকদিন পরেই এএফসি কাপের ম্যাচ খেলতে নামতে হবে দলের ফুটবলারদের। তার উপর রয়েছে ডুরান্ড ডার্বি। তাই সবদিক বিবেচনা করেই দল নামাতে চাইছেন এই স্প্যানিশ কোচ।

তাই ডুরান্ডের এই পরবর্তী ম্যাচের আগে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই আইএসএল জয়ী কোচ বলেন,”পাঞ্জাব বর্তমানে আইএসএলের ক্লাব। গতবার সবাইকে টেক্কা দিয়ে আইলিগ চ্যাম্পিয়ন হয়েছে ওরা। ওদের দলের আক্রমণভাগ যথেষ্ট শক্তিশালী। আগের বছর ওদের দলের বেশকিছু খেলা দেখে ছিলাম। তবে এবারের দল একেবারে অচেনা। তবে আমি মনে করি ওরা নিজেদেরকে আরও শক্তিশালী করেছে। তাই নিজেদের শক্তি বাড়িয়েই মাঠে নামবো আমরা।” এছাড়াও কয়েকদিন পরেই এএফসি কাপের ম্যাচ খেলতে নামবে মোহনবাগান সুপারজায়ান্টস। সেদিকেও বাড়তি নজর রাখছেন ফেরেন্দো।