Buddhadeb Bhattacharya: অনেক সুস্থ বুদ্ধদেব ভট্টাচার্য রবীন্দ্র সঙ্গীতে মগ্ন

কবি সুকান্ত ভট্টাচার্যের ভাইপো নিখাদ বাঙালি সাংস্কৃতিক ব্যক্তিত্ব। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য উডল্যান্ডসে চিকিৎসাধীন। সংকটজনক পরিস্থিতি কাটিয়ে তিনি সুস্থ হচ্ছেন দ্রুত। হাসপাতাল সূত্রে খবর, বুদ্ধবাবু…

কবি সুকান্ত ভট্টাচার্যের ভাইপো নিখাদ বাঙালি সাংস্কৃতিক ব্যক্তিত্ব। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য উডল্যান্ডসে চিকিৎসাধীন। সংকটজনক পরিস্থিতি কাটিয়ে তিনি সুস্থ হচ্ছেন দ্রুত। হাসপাতাল সূত্রে খবর, বুদ্ধবাবু রবীন্দ্র সঙ্গীতে মগ্ন।

তাৎপর্যপূর্ণ রবিবার বাংলা তারিখ হিসেবে বাংলাদেশে ২২ শ্রাবণ। এদিন যথাযোগ্য মর্যাদা প্রতিবেশি দেশে পালিত হয়েছে দেশটির জাতীয় সঙ্গীত রচয়িতা রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস। পশ্চিমবঙ্গে বাংলা তারিখ দু দিন পিছিয়ে। দুদিন পর পালিত হবে রবীন্দ্র প্রয়াণ দিবস। ইংরাজি তারিখ অনুসারে রবীন্দ্রনাথ প্রয়াত হন ৭ আগস্ট। কবির প্রয়াণ মাসে রবীন্দ্র সঙ্গীতে মগ্ন বুদ্ধদেব ভট্টাচার্য।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বুদ্ধবাবু তাঁর কেবিনে শুয়ে ‘শ্রাবণের ধারার মত পড়ুক ঝরে…’ গানটি শুনে নিজে সেই গানটির সাথে গলা মিলিয়েছেন। তিনি জলদি বাড়ি যেতে চাইছেন। চিকিৎসকরা তাঁর এই অনুরোধ রাখতে গিয়ে চিন্তিত। কারণ, বুদ্ধবাবু সুস্থ হলেও যে কোনও সময় তিনি ফের অসুস্থ হয়ে যেতে পারেন। সেক্ষেত্রে আরও কিছু পরীক্ষা ও সুস্থ করে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ছুটি দেওয়া হবে। কবে পাম এভিনিউর বাড়িতে যাবেন তিনি তা এখনও নিশ্চিত নয়।

তবে বুদ্ধবাবুর যে মন ভাল আছে তা তাঁর কেবিনে শুয়ে ‘শ্রাবণের ধারার মত পড়ুক ঝরে…’ গানটি শুনে নিজে সেই গানটির সাথে গলা মিলিয়ে নেওয়াতেই স্পষ্ট। কেমন আছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য? কবে ছাড়া পাবেন তিনি? এমন সব প্রশ্ন ঘুরছে তাঁর অনুরাগীদের মধ্যে। হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্যর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে, তাঁর ফুসফুস এখন সংক্রমণ মুক্ত। শনিবার শেষ হয়েছে তাঁর অ্যান্টিবায়োটিক কোর্স। গতকালই প্রাক্তন মুখ্যমন্ত্রীর চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ডের বৈঠক হয়। এরপর আগামীকাল ফের বসবে বৈঠক। আগামীকাল তাঁকে বাড়ি পাঠানোর জন্য সিদ্ধান্ত নেওয়া হবে।

হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে যে রাইলস টিউব সমেত বুদ্ধবাবুকে কবে হাসপাতাল থেকে বাড়ি পাঠানো যায় কি না তা নিয়ে সিদ্ধান্ত নেবেন মেডিক্যাল বোর্ডের চিকিৎসকরা। ক্রমশ সুস্থ হয়ে উঠছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাঁকে বেশিদিন হাসপাতালে রাখলে ফের সংক্রমণ ছড়াতে পারে। তাই চিকিৎসকের একাংশ চান যে বুদ্ধবাবুকে দ্রুত বাড়িতে পাঠাতে। 

হাসপাতালের মেডিক্যাল বুলেটিন অনুযায়ী, বুদ্ধদেব ভট্টাচার্য সজাগ রয়েছেন। চিকিৎসক ও যাঁরা তাঁকে দেখতে আসছেন, তাঁদের ডাকে সাড়া দিচ্ছেন তিনি। বুদ্ধবাবুর রক্ত পরীক্ষার ফলাফলে সব প্যারামিটারই প্রায় স্বাভাবিক। শুক্রবার, রাইলস টিউব খুলে মুখ দিয়ে সামান্য নরম খাবার খাওয়ানো হলেও এখনও বাইপ্যাপ ও রাইলস টিউব পুরোপুরি খোলা নিয়ে সিদ্ধান্ত নেননি চিকিৎসকরা। মাঝে মাঝে বাইপ্যাপ দেওয়া হচ্ছে তাঁকে।