East Bengal: কুয়াদ্রাতের বাড়তি নজর এই তরুন প্রতিভাবান মশালবাহীর দিকে

গতকাল একেবারে ভোর রাতের দিকে শহর কলকাতায় এসে পৌঁছে ছিলেন লাল-হলুদের (East Bengal) নব নিযুক্ত কোচ কার্লোস কুয়াদ্রাত (Carles Cuadrat)।

Carles Cuadrat, the newly appointed coach of East Bengal.

গতকাল একেবারে ভোর রাতের দিকে শহর কলকাতায় এসে পৌঁছে ছিলেন লাল-হলুদের (East Bengal) নব নিযুক্ত কোচ কার্লোস কুয়াদ্রাত (Carles Cuadrat)। পাশাপাশি এসেছেন ডিমাস ডেলগাডো। যাদের দেখার জন্য প্রবল উন্মাদনা দেখা দিয়েছিল দলের সমর্থকদের মধ্যে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী আরও কিছুদিন আগেই ভারতে আসার কথা থাকলেও ভিসা সমস্যার দরুন পিছিয়ে গিয়েছে সময়।

তাই শহরে পা দিয়েই বিন্দুমাত্র সময় নষ্ট করতে নারাজ এই স্প্যানিশ কোচ। সেজন্য দীর্ঘ বিমানযাত্রা করে শহরে আসার পরেও গাড়িতে করে দীর্ঘপথ অতিক্রম করে নৈহাটির বঙ্কিমাঞ্চল স্টেডিয়ামে চলে আসেন এই আইএসএল জয়ী কোচ। শেষ ম্যাচে ১ গোলের ব্যবধানে দল এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয়েছে ফুটবলারদের। যা দেখে হতাশ ছিল সকলেই। তবে এতো কিছুর পরেও এবার উঠে আসলো এক বিশেষ তথ্য।

শোনা গিয়েছে, কালকের ম্যাচ দেখে নাকি লাল-হলুদ জুনিয়র দলের বেশকিছু ফুটবলারদের উপর নজর পড়েছে কুয়াদ্রাতের। হ্যাঁ ঠিকই শুনছেন। আসলে কাল বিমানবন্দর থেকে সটান টিম হোটেল থেকে কিছু সময় পরে জুনিয়র দলের খেলা দেখতে চলে আসেন কুয়াদ্রাত। দলের সহকারী কোচ ডিমাস ডেলগাডোকে পাশে বসিয়েই ম্যাচের অধিকাংশ সময় নজর রাখেন তিনি।

তবে ম্যাচের ১৩ মিনিটের মাথায় তুহিন দাসের লাল কার্ড দেখার পরেও ১০ জনে মিলে যে ফুটবল উপহার দিয়েছে লাল-হলুদ ব্রিগেড, তাতে নাকি যথেষ্ট খুশি থেকেছেন এই হেডকোচ।তবে ম্যাচের শেষ অব্দি মাঠে না থাকলেও ৮৯ মিনিটের মাথায় ফ্রিকিক থেকে উঠে আসা দীপ সাহার গোল নাকি যথেষ্ট নজর কেড়েছে এই স্প্যানিশ কোচের। এছাড়াও নিজের নোটবুকে ও নাকি একাধিক ফুটবলারের নাম লিখে নিয়ে গেছেন কুয়াদ্রাত।

জানা গিয়েছে, লাল-হলুদের ওই বাঙালি তারকার গোলের পর নাকি যথেষ্ট প্রশংসা শোনা গিয়েছিল কার্লোস কুয়াদ্রাতের গলায়। “সত্যি খুব ভালো গোল” এমনটাও নাকি বলতে শোনা গিয়েছে তাকে। এছাড়াও সৌভিক চক্রবর্তীর ব্যাপারেও নাকি বিশেষ আলোচনা করতে শোনা গিয়েছে সহকারী কোচের সাথে। তাই আগামীদিনে ইমামি ইস্টবেঙ্গলের সিনিয়র দলে আদিত্য, অতুলের পাশাপাশি আরও বেশকিছু ফুটবলার দেখা গেলে খুব একটা যে অবাক হওয়ার কিছু থাকবে না তা কিন্তু বলাই চলে।