Slavko Damjanovi: ইস্টবেঙ্গল নয়, আইএসএল জয়ী দলে যাচ্ছেন স্লাভকো

ব্রিটিশ কোচ স্টিফেন কনস্ট্যানটাইনকে বিদায় জানিয়ে আসন্ন দুটি মরশুমের জন্য দলের দায়িত্ব নিয়েছেন কার্লোস কুয়াদ্রাত। বছর কয়েক আগে যার হাত ধরে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল বেঙ্গালুরু…

সাংবাদিকদের মুখোমুখি হয়ে দলের তারকা ফুটবলার প্রীতম কোটাল ও শুভাশিস বোসের মতো তারকাদের কথা শুনে ঠিক সেরকমই ইঙ্গিত মিলেছে। এবার ঠিক একইরকম সুর দলের আরেক তারকা স্লাভকো (Slavko Damjanovic)।

ব্রিটিশ কোচ স্টিফেন কনস্ট্যানটাইনকে বিদায় জানিয়ে আসন্ন দুটি মরশুমের জন্য দলের দায়িত্ব নিয়েছেন কার্লোস কুয়াদ্রাত। বছর কয়েক আগে যার হাত ধরে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল বেঙ্গালুরু এফসি। এবার তার উপরেই ভরসা রেখেছে ইস্টবেঙ্গল শিবির। তবে কোচ নির্বাচন করেই থেমে থাকেনি কলকাতার এই প্রধান।

সময় যতো এগিয়েছে দল বদলের বাজারে ততোই সক্রিয় হয়ে উঠেছে লাল-হলুদ। প্রথমদিকে ওডিশা এফসির তারকা ফুটবলার নন্দকুমার শেখর ও চেন্নাইন এফসি থেকে ইভান ভান্সপল কে চূড়ান্ত করে কলকাতার এই প্রধান। তারপর কেরালা থেকে নিশু কুমার ও প্রভসুখন গিলের সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়া হয় কথাবার্তা। তবে বিদেশি নির্বাচনের বিষয়টি সম্পূর্ণ ভাবেই ছেড়ে দেওয়া হয় স্প্যানিশ কোচের উপর।

সেইমতো কার্লোস কুয়াদ্রাতের সক্রিয়তায় বিদেশি নির্বাচনের কাজে হাত দেয় ইমামি ম্যানেজমেন্ট। প্রথমে হায়দরাবাদ এফসির বিদেশি তারকা জাভিয়ের সিভেরিও ও তার সতীর্থ বোরহা হেরেরা কে নিশ্চিত করে ইস্টবেঙ্গল। তাছাড়া গতবারের দুই তারকা ক্লেটন সিলভা ও ইভান গঞ্জালেস দুইজনের সঙ্গেই বাড়ানো হয়েছিল চুক্তি। তবে এরপর আরও এক বিদেশি ডিফেন্ডার কে আনতে মরিয়া ছিল ইস্টবেঙ্গল। কিন্তু কে আসবেন এই দলে? এক্ষেত্রে সবুজ-মেরুনের তারকা ফুটবলার স্লাভকো ডামজানোভিচের সঙ্গে একপ্রস্থ কথা চালালে ও আর আসছেন না এই ফুটবলার।

যতদূর জানা যাচ্ছে, আগামী মরশুমের কথা মাথায় রেখে সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসিতে নাম লেখাতে চলেছেন স্লাভকো। উল্লেখ্য, শেষ আইএসএল মরশুমে এটিকে মোহনবাগান দলের হয়ে আইএসএল জিতেছেন এই তারকা ফুটবলার। কিন্তু আগামী মরশুমের কথা মাথায় রেখে বেশকিছু ফুটবলার ছাঁটাই করার পরিকল্পনা ছিল বাগান কোচ হুয়ান ফেরেন্দোর। সেক্ষেত্রে ব্রান্ডন হ্যামিল থেকে শুরু করে স্লাভকো ডামজানোভিচ ও তিরির নাম উঠে আসতে শুরু করেছিল জোড়ালোভাবে। গত কয়েকমাস আগেই মোহনবাগান ছেড়ে চলে গিয়েছেন তিরি। এবার দল ছাড়লেন এই বিদেশি ডিফেন্ডার।