মাঝ রাস্তায় টমেটো ভর্তি ট্রাক উধাও! গরমে ঘেমে খুঁজছে পুলিশ

প্রতিদিন কোনও না কোন কারণে খবরের শিরোনামে মানুষের থেকেও বেশি জায়গা করে নিচ্ছে টমেটো। এই মূল্যের বাজারে সব থেকে দামী যে টমেটো। এতটাই মূল্যবান হয়ে…

প্রতিদিন কোনও না কোন কারণে খবরের শিরোনামে মানুষের থেকেও বেশি জায়গা করে নিচ্ছে টমেটো। এই মূল্যের বাজারে সব থেকে দামী যে টমেটো। এতটাই মূল্যবান হয়ে গিয়েছে যে ম্যাক ডোনাল্ডেসের মতো প্রতিষ্ঠানও তাদের খাবারে টমেটো না দেওয়ার ঘোষণা করেছে। এমন আবহে প্রাই ২১ লক্ষ টাকার টমেটো হয়ে গেল উধাও (Tomatoes go missing)। টমেটো উধাওয়ে শোরগোল পড়ে গিয়েছে।

ট্রাক ভর্তি টমেটো (Tomato)। রয়েছে প্রায় ২১ লক্ষ টাকার টমেটো। এই টমেটো নিয়ে কর্নাটকের কোলার (Karnataka’s Kolar) থেকে রাজস্থানের জয়পুরে (Rajasthan’s Jaipur) যাচ্ছিল এই ট্রাক। কিন্তু যাওয়ার পথেই মাঝ রাস্তায় উধাও হয়ে যায় টমেটো ভর্তি ট্রাক। এমনটাই জানিয়েছে কর্নাটক পুলিশ। ২৭শে জুলাই ট্রাকটি রওনা দেয়। কিন্তু এখনও অবধি সেই ট্রাক তার গন্তব্যে পৌঁছায়নি। ট্রাকটির মালিক কোলারের মেহাট ট্রান্সপোর্ট।

দেশে যখন উর্ধমুখী টমেটোর দাম তখন সেই আবহে উধাও হয়ে গেল ট্রাক ভর্তি টমেটো। তাও প্রায় ২১ লক্ষ টাকার টমেটো। কোলারের মান্ডির মালিক ট্রাক-সহ টমেটো উধাও-য়ের জন্য অভিযোগ দায়ের করেছে। পুলিশ জানিয়েছে যে ঘটনার পর থেকে ট্রাকের মালিক এখনও অবধি ট্রাকের চালকের সঙ্গে যোগাযোগ করতে পারেননি।

পুলিশ মনে করছে যে ট্রাকের চালক এবং ক্লিনার গাড়ি এবং টমেটো চুরি করে চম্পট দিয়েছে। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। কিছুদিন আগেই এমন আরেকটি ঘটনা ঘটে। জুলাই মাসের ঘটনা। কিছু অজ্ঞাতপরিচয় ব্যক্তি কর্নাটকের হাসান জেলার একটি ফার্ম থেকে প্রাই ১.৫ লক্ষের টমেটো চুরি করে পালিয়ে যায়। সেই কৃষক পুলিশের কাছে দায়ের করা অভিযোগের জানান যে চোররা প্রায় ৫০ থেকে ৬০ টি খালি ব্যাগ নিয়ে ফার্মে ঢোকে। এরপর সেই ব্যাগগুলিতে ১.৫ লক্ষের টমেটো ভরে নিয়ে সঙ্গে সঙ্গে এলাকা থেকে পালিয়ে যায়।