Gold Silver Price: সর্বকালীন রেকর্ড গড়ল সোনা-রুপো, কলকাতায় কত দাম জানুন এক ক্লিকে

আর কয়েকদিন পরেই বিয়ের মরসুম শুরু হতে চলেছে। অনেকে ইতিমধ্যে কেনাকাটা করে ফেলেছেন আবার কেউ কেউ আছেন যারা সোনা কিনবেন ভাবছেন। কিন্তু সোনা কিনতে যাওয়ার…

আর কয়েকদিন পরেই বিয়ের মরসুম শুরু হতে চলেছে। অনেকে ইতিমধ্যে কেনাকাটা করে ফেলেছেন আবার কেউ কেউ আছেন যারা সোনা কিনবেন ভাবছেন। কিন্তু সোনা কিনতে যাওয়ার আগে দশবার ভেবে নিন, কারণ আজ শুক্রবার আরও বেশ খানিকটা বেড়ে গেল সোনা ও রুপোর দাম (Gold Silver Price)।

সোনার দাম প্রতিদিন নতুন নতুন রেকর্ড তৈরি করছে। গত কয়েকদিনের ব্যবধানে বেশ কয়েকবার নতুন রেকর্ড গড়েছে সোনার দাম। শুক্রবারও এই ধারাবাহিক রেকর্ড অব্যাহত রয়েছে। এবার সোনার দাম প্রথমবারের মতো ৭২ হাজার টাকার গণ্ডি অতিক্রম করল।
শুক্রবারের লেনদেনে এমসিএক্স খুলতেই সোনার দাম প্রতি ১০ গ্রামে ৭২ হাজার টাকা ছাড়িয়ে যায়। প্রাথমিক সেশনে সোনার দাম প্রতি ১০ গ্রাম ছিল ৭২,৬৭৮ টাকা। ইতিহাসে এই প্রথম সোনার দাম ৭২ হাজার টাকার গণ্ডি পেরিয়েছে।

সোনার পাশাপাশি দ্বিতীয় প্রধান মূল্যবান ধাতু রুপোর দামও রীতিমতো বন্দে ভারত এক্সপ্রেসের স্পিডের মতো পাল্লা দিয়ে বেড়ে গেল। এমসিএক্সে আজ রুপোর দাম কেজি প্রতি ৮৪ হাজার টাকা ছাড়িয়ে গিয়েছে। সকালের সেশনে রুপোর দাম কেজি প্রতি ৮৪,১০২ টাকায় পৌঁছে যাত। তিন বছরেরও মধ্যে এই প্রথম এত দামে বিক্রি হচ্ছে রুপো।

আজ চেন্নাইতে ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৭৩,৩৭০ টাকা। কলকাতায় এই দাম ৭২,২৩০ টাকা। অন্যদিকে মুম্বাই এবং নয়া দিল্লিতে আজ ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম যথাক্রমে ৭২,২৩০ এবং ৭২,৩৮০ টাকা।

আন্তর্জাতিক বাজারেও রেকর্ড গড়ছে সোনা। এক রিপোর্ট অনুযায়ী, শুক্রবারের বাণিজ্যে আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ড অর্থাৎ গোল্ড স্পটের দাম ০.৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ২৩৮৬.৩৮ ডলারে লেনদেন হচ্ছে। এর আগে ট্রেডিংয়ের সময় দাম প্রতি আউন্স ২,৩৮৯.২৯ ডলারে পৌঁছেছিল। অন্যদিকে ইউএস গোল্ড ফিউচারের দাম ১.৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ২,৪০৩.৯০ ডলারে লেনদেন হচ্ছে।