NIA:কাঁথি থেকে গ্রেফতার বেঙ্গালুরু ক্যাফেতে বিস্ফোরণকাণ্ডে দুই অভিযুক্ত

কেন্দ্রীয় তদন্তকারী এনআইএ-এর হাতে অবশেষে আটক বেঙ্গালুরু ক্যাফেতে আইডি বিস্ফোরণ কাণ্ডে অভিযুক্ত দুই ব্যক্তি। শুক্রবার এনআইএ-এর তরফে জানানো হয়েছে তাঁদের পশ্চিমবঙ্গের কাঁথি থেকে গ্রেফতার করা…

nia arrest

কেন্দ্রীয় তদন্তকারী এনআইএ-এর হাতে অবশেষে আটক বেঙ্গালুরু ক্যাফেতে আইডি বিস্ফোরণ কাণ্ডে অভিযুক্ত দুই ব্যক্তি। শুক্রবার এনআইএ-এর তরফে জানানো হয়েছে তাঁদের পশ্চিমবঙ্গের কাঁথি থেকে গ্রেফতার করা হয়েছে। বেঙ্গালুরুর ক্যাফতে বিস্ফোরণ ঘটানোর পরে তারা কাঁথিতে দীর্ঘদিন গা ঢাকা দিয়ে ছিল বলে জানা যাচ্ছে। তারা তাদের পরিচয় গোপন করে থাকছিল। এনআইএ-এ র দাবি, দুই জনের মধ্যে একজন বিস্ফোরণকাণ্ডের মাস্টারমাইন্ড।

প্রসঙ্গত পয়লা মার্চ রামেশ্বরমের কাফেতে বিখ্যাত হোয়াইটফিল্ড ইটারিতে ভয়ানক বিস্ফোরণের ঘটনা ঘটে। আইইডি বিস্ফোরণে কমপক্ষে ১০ জন জখম হন।৩ মার্চ তদন্তভার গ্রহণ করে এনআইএ। তদন্তে নেমে সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছিল, এক যুবক কালো রঙের ব্যাগ নিয়ে এসেছিল। তদন্তকারীদের প্রাথমিক অনুমান ছিল ওই ব্যক্তিই ক্যাফেতে আইডি রেখে গিয়েছিল। তদন্ত প্রক্রিয়া যত এগোই, তত ওই ব্যক্তির পরিচয় ধীরে ধীরে প্রকাশ পেতে থাকে। মুসাভির হুসেন সাজিব নামক যুবককেই সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছিল। এছাড়াও আরও এক ব্যক্তির খোঁজ পায় গোয়েন্দারা, আব্দুল মাথিনকে এই বিস্ফোরণকাণ্ডের মাস্টারমাইন্ড বলে চিহ্নিত করে তারা।

এনআইএ সূত্রে খবর, অভিযুক্ত দুইজনের বিরুদ্ধেই ২০২০ সালে সন্ত্রাসের মামলা রয়েছে। আবার অন্যদিকে এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপি নেতা অমিত মালব্য সমাজমাধ্যমে জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে পশ্চিমবঙ্গ সন্ত্রাসবাদীদের স্বর্গরাজ্য হয়ে গিয়েছে।