উচ্চমাধ্যমিকে অকৃতকার্যদের বিক্ষোভে, মুখ্যমন্ত্রীর শিক্ষানীতি দায়ী: অশোক ভট্টাচার্য

উচ্চমাধ্যমিকে ফলপ্রকাশের পর থেকেই জেলায় জেলায় অকৃতকার্য পরীক্ষার্থীদের বিক্ষোভ শুরু হয়েছে। পাশ করানোর দাবিতে সরব হয়েছেন পরীক্ষার্থীরা। তাদের বক্তব্য, করোনার কারণে গত দু’বছর পরীক্ষা হয়নি।…

ashok bhattacharya

উচ্চমাধ্যমিকে ফলপ্রকাশের পর থেকেই জেলায় জেলায় অকৃতকার্য পরীক্ষার্থীদের বিক্ষোভ শুরু হয়েছে। পাশ করানোর দাবিতে সরব হয়েছেন পরীক্ষার্থীরা। তাদের বক্তব্য, করোনার কারণে গত দু’বছর পরীক্ষা হয়নি। সকলকে পাশ করিয়ে দেওয়া হয়েছে। তাই তাঁদেরও পাশ করাতে হবে। এবার এই ইস্যুতে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন প্রাক্তন পুরমন্ত্রী ও সিপিআইএম নেতা অশোক ভট্টাচার্য (Ashok Bhattacharya)। 

অশোক ভট্টাচার্যের বক্তব্য, সরকারের জন্যই ছাত্রছাত্রীদের এই অবস্থা। শিলিগুড়ির জায়গায় জায়গায় উচ্চমাধ্যমিক ফেল করা ছাত্রছাত্রীদের বিক্ষোভ চলছে। বিক্ষোভ ছড়িয়ে পড়েছে গোটা বাংলাতে। এর জন্য রাজ্য সরকারই সবচেয়ে বেশি দায়ী। তিনি বলেন, কী উত্তর আছে সরকারের কাছে। আজ ছাত্রছাত্রীরা ফেল করার জন্য দায়ী করছে সরকারকেই।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

পরীক্ষার্থীদের সমর্থনে শিলিগুড়ির প্রাক্তন বিধায়কের বক্তব্য, পরীক্ষার্থীদের যুক্তি তো ফেলার নয়। কিভাবে গত দুবছর পরীক্ষা না দিয়েও ছাত্রছাত্রীদের পাশ করিয়ে দেওয়া হলো। আর এবারে ছাত্রছাত্রীদের ফেল করানো হল। রাজ্য চাকরি নেই,পড়াশোনার অবস্থা শোচনীয়।একটা রাজ্যের শিক্ষা এবং সাস্থ্যের যখন এই অবস্থা তখন এই রাজ্য চলবে কীভাবে।

অশোকবাবু বলেন, এবারের উচ্চমাধ্যমিকে অকৃতকার্য ছাত্রছাত্রীদের নিয়ে মুখ্যমন্ত্রী কি ভাবছেন তা মুখ্যমন্ত্রীর জনসাধারনের কাছে পরিষ্কার করা উচিত। না হলে একটা ভবিষ্যত প্রজন্ম নষ্ট হয়ে যাবে।আর এর জন্য দায়ী থাকবে রাজ্য সরকার। রাজ্য সরকার কোনভাবেই দায়িত্ব এড়িয়ে যেতে পারে না।

এবিষয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, করোনার সময় কী হয়েছে সেটাকে যদি কেউ চিরাচরিত অভ্যাস হিসাবে ধরে নেয় তাহলে ভুল হবে৷ বরং আগামী বছরের জন্য প্রস্তুতি নিক অকৃতকার্য ছাত্রছাত্রীরা। তিনি আরও বলেন, কোভিডের সময় সারা পৃথিবীজুড়ে কী অবস্থা। ১০০ বছর পর এরকম ঘটনা ঘটে। কিন্তু এটা তো প্র‍্যাকটিস হতে পারে না। যারা এই ধরনের আন্দোলন করছে তাঁদের বলব আগামী বছরের জন্য প্রস্তুতি নিক৷