মমতার প্রিয় কেষ্টকে হাস্যকরভাবে বাঁচানোর চেষ্টা করছে পুলিশ: বিকাশ ভট্টাচার্য

গোরু পাচার মামলায় বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রতকে (Anubrata Mondal) দিল্লিতে নিয়ে গিয়ে জেরার অনুমতি পেয়েছিল ইডি। সেই প্রক্রিয়া শুরুর আগেই অনুব্রতকে পুরানো একটি…

Malaya and anubrata

গোরু পাচার মামলায় বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রতকে (Anubrata Mondal) দিল্লিতে নিয়ে গিয়ে জেরার অনুমতি পেয়েছিল ইডি। সেই প্রক্রিয়া শুরুর আগেই অনুব্রতকে পুরানো একটি মামলায় ৭ দিনের হেফাজতে নিল রাজ্য পুলিশ। ফলে অনুব্রতকে এখনই দিল্লিতে নিয়ে যেতে পারছেনা ইডি। (CPIM) সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেছেন রাজ্য পুলিশ অপরাধীদের বাঁচানোর চেষ্টা করছে।

বীরভূম জেলা সিপিআইএমের কটাক্ষ, মমতার প্রিয় কেষ্ট। তাকে দিল্লিতে জেরা করলে পুরো দলটাই বিপদে পড়ে যাবে।

   

মহম্মদ সেলিম আরও বলেন, পুলিশ অপরাধীদের ধরার কাজ করছে না। অনুব্রতকে ইডি যাতে দিল্লি না নিয়ে যেতে পারে, সেকারণেই এসব কাজ করা হচ্ছে। অনুব্রত এক বছর আগে কাউকে গলা টিপে মারার চেষ্টা করছে। সেই কেস এখন এনেছে।

সিপিআইএমের সাংসদ ও দুঁদে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, দুর্নীতির গভীরে গিয়ে এরা এখন তদন্তকে ভয় পাচ্ছে। এই ঘটনা হাস্যকর। যে মামলায় তাকে তোলা হচ্ছে, তার কোনও গুরুত্ব আছে কি না, কোনও নির্দিষ্ট অভিযোগ আছে কি না এসব তো বিচার করতে হবে।

সুজন চক্রবর্তী বলছেন পুলিশকে বোম মারার নির্দেশ দেওয়া অনুব্রত মণ্ডল। কেষ্টরর লুঠ, তোলাবাজি সহ যাবতীয় দুষ্কৃতি কাজের ভাগীদার এবং প্রধান সহায় যিনি, তিনি মানুষের কাছে ধরা পড়ে গিয়েছেন। অবিলম্বে বিচার চাই, শাস্তি চাই।

অভিযোগ, বিধানসভা নির্বাচনের আগে ২০২১ সালের বালিগিরি পঞ্চায়েতের প্রাক্তন প্রধান শিবঠাকুর মণ্ডলকে মারধরের অভিযোগ উঠল। অনুব্রতর বিরুদ্ধে অভিযোগ করে দল থেকে বাদ পড়তে চলেছেন শিবঠাকুর। এবার তাঁকে সাসপেণ্ডের কথা ভাবছে তৃণমূল।

শিবঠাকুরের অভিযোগ, জোর করে তাঁর বিরুদ্ধে অনাস্থা এনে তাঁকে সরিয়ে দেন অনুব্রত। কিন্তু ৬ মাস পরে ফের পঞ্চায়েত প্রধান হন তিনি। শিবের কথায়, দল ছাড়ার কথা অনুব্রতর কানে পৌঁছতেই তাঁকে দুবরাজপুর পার্টি অফিসে ডেকে পাঠানো হয়। দলে সম্মান না পেয়ে দল ছাড়ার কথা বলতেই অনুব্রত তাঁর ওপর হামলা চালায় বলে অভিযোগ। তাহলে এত দিন পর অভিযোগ কেন? শিবঠাকুরের বক্তব্য, অনুব্রত বাইরে থাকলে এই সাহস হত না। এখন জেলে রয়েছে বলেই তাঁর বিরুদ্ধে এই পদক্ষেপ নিয়েছে। অভিযোগ করার পরেও নিজের নিরাপত্তা নিয়ে চিন্তায় রয়েছেন। এমনটাই জানিয়েছেন শিবঠাকুর।