মুম্বই সিটির এফসির এই তারকা ফুটবলার যোগ দিতে পারেন এটিকে মোহনবাগানে

দল বদলের মরসুম শুরুর আগেই এটিকে মোহনবাগান (Mohun Bagan) বেশ কিছু ফুটবলারদের তুলে নেওয়ার ব‍্যাপারে পরিকল্পনা করেছেন। শোনা যাচ্ছে এক ভারতীয় ফুটবলারকে দলে নেওয়ার ব‍্যাপারে…

Vikram Partap Singh

দল বদলের মরসুম শুরুর আগেই এটিকে মোহনবাগান (Mohun Bagan) বেশ কিছু ফুটবলারদের তুলে নেওয়ার ব‍্যাপারে পরিকল্পনা করেছেন। শোনা যাচ্ছে এক ভারতীয় ফুটবলারকে দলে নেওয়ার ব‍্যাপারে সবুজ মেরুন ম‍্যানেজমেন্ট কথা বার্তা চালাচ্ছে মুম্বাই সিটি এফসির সাথে।

এইমুহুর্তে দলে চোটাঘাতের সমস্যার জেরে কার্যত বিধ্বস্ত সবুজ মেরুন শিবির। তালিকায় মনবীর সিংয়ের মতো প্রতিভাবান ভারতীয় ফুটবলারের নাম’ও আছে। তাহলে কি কোনো মনবীরের কোনও বিকল্প ফুটবলার কে দলে তুলে নেওয়ার চেষ্টায় আছে সবুজ মেরুন শিবির।এখন প্রশ্ন উঠছে এমনই।

এমন সমস্ত জল্পনার মাঝে যে কয়েকজন ফুটবলারের নাম উঠে এসেছে। তাদের মধ্যে অন‍্যতম মুম্বাই সিটি এফসির উইংগার বিক্রম প্রতাপ সিং। কুড়ি বছর বয়সী এই ভারতীয় রাইট উইংগার ইতিমধ্যে নিজের প্রতিভার পরিচয় দিয়েছেন।

বর্তমানে এটিকে মোহনবাগানের প্রয়োজন মনবীর সিংয়ের একজন ব্যাক আপ ফুটবলার।এরই মাঝে সবুজ মেরুন ম‍্যানেজমেন্ট যখন লোনে ফুটবলার আনার চেষ্টা করছে মুম্বাই সিটি এফসি থেকে।তখন ক্লাবের সমর্থকরা চাইছে সেই ফুটবলার হোক বিক্রম ।

রাইট উইংয়ে কার্যকর ফুটবল খেলার পাশাপাশি বিক্রম প্রতাপ সিংয়ের গোল করার ক্ষমতা দুর্দান্ত।বর্তমানে মুম্বাই সিটি এফসিতে ছাঙতে এবং বিপিন দারুণ পারফরম্যান্স দিচ্ছে উইংয়ে।এর ফলে বিক্রম প্রতাপ সিংয়ের এই দলে জায়গা পাওয়াটা ভীষণ মুস্কিল হয়ে দাড়িয়েছে।

তাই বিক্রম আসলে আখেড়ে লাভবান হবে মোহনবাগান।কোনও কারণে মনবীর যদি চোট সারিয়ে খেলতে নেমে পরিচিত মেজাজে খেলা চালিয়ে যেতে না পারে, তাহলে পরিস্থিতি দারুণ ভাবে সামাল দিতে পারে বিক্রম।এখন দেখার বিষয় কোন ফুটবলারকে দলে পেতে এটিকে মোহনবাগান ম‍্যানেজমেন্ট কথাবার্তা চালাচ্ছে মুম্বাই সিটি এফসির সাথে।